শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামছে কোহলি-ওয়ার্নাররা

স্পোর্টস ডেস্ক : [২] সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ। ১৩তম আসরের নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত অধিনায়ক বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও অজি তারকা ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত ৮ টায় ম্যাচটি শুরু হবে।

[৩] দুই দলের ব্যাটিং লাইনআপে রয়েছে একাধিক তারকার। ব্যাঙ্গালোর দল মূলত নির্ভর করে বিরাট কোহলি ও প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্সের উপর। যদিও এবছর আরসিবি দলে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়া দলের সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফলে এবছর আরসিবির ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালি হয়েছে।

[৪] অপরদিকে সানরাইজার্স হায়দরবাদ দলও তারকায় ভরপুর। তাদের ওপেনিং জুটি এবারের আইপিএলের অন্যতম সেরা ও বিধ্বংসী ওপেনিং জুটি হওয়ার ক্ষমতা রয়েছে। এসআরএইচের হয়ে এবছর ওপেন করবেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। এছাড়াও মিডল অর্ডারে রয়েছে অপর এক তারকা ব্যাটসম্যান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

[৫] দুই দলের সম্ভাব্য সেরা একাদশ
সানরাইজার্স হায়দ্রাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি ব্যারেস্টো, মণীষ পাÐে, প্রিয়ম গর্গ, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মহম্মদ নবী, ভুবনেশ্বর কুমার, বাসিল থাম্পি, রশিদ খান, সন্দীপ শর্মা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িকাল, এবি ডেভিলিয়ার্স, মঈন আলি, শিবম দুবে, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, উমেশ যাদব, যজুবেন্দ্র চাহল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়