রাশিদুল ইসলাম : [২] আসামে জাতীয় নাগরিকপঞ্জি শুরু হওয়ার পর থেকেই বিরোধীদলগুলো ভারতের নাগরিক নয় বলে মানুষদের ডিটেনশন ক্যাম্পে কেন পাঠানো হবে সে প্রশ্ন তোলে। এরপর নাগরিকত্ব আইন পাশ হওয়ার পরে এই বিরোধ আরও কয়েক গুণ বেড়ে যায়। তবে ভারতের কেন্দ্রীয় সরকার বলছে ১৫ হাজার বাংলাদেশি নাগরিককে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। দি ওয়াল
[৩] রোববার লোকসভায় এই পরিসংখ্যান দেয় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, গত ৫ বছরে ৮৩ হাজার ৮ জনকে ‘সন্দেহজনক ভোটার’ হিসেবে চিহ্নিত করা হয়। তাদের আসামের ফরেনারস ট্রাইবুনালে রাখা হয়েছে। গত ৫ বছরে মোট ৮৬ হাজার ৭৫৬ জনকে বিদেশি বলে চিহ্নিত করা হয়েছে।
[৪] নিত্যানন্দ বলেন, বিদেশিদের রাখার জন্য ডিটেনশন সেন্টার তৈরি করার কাজ বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি করছে। বেআইনিভাবে ভারতে থাকা মানুষদের সংখ্যার উপর নির্ভর করে এই ডিটেনশন সেন্টার তৈরি করা হচ্ছে। একটা নির্দিষ্ট সময় সেইসব সেন্টারে থাকার পরে তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।