শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৪ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ী জেলার ঢাকা-খুলনা মহাসড়কে শত শত ট্রাক আটকা

ডেস্ক রিপোর্ট: [২] রাজবাড়ীর জেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে শত শত ট্রাক।

[৩] এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে ফেলুর দোকান পর্যন্ত শতাধিক ও দৌলতদিয়া পুলিশ বক্স থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত আরও শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পণ্যবাহী ট্রাকচালকরা।

[৪] সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা থেকে আসা ধানবোঝাই ট্রাকচালক আবদুর রব বলেন, রোববার (২০ সেপ্টেম্বর) সকালের দিকে ধানবোঝাই করে ঢাকার ধামরাই এলাকায় যাওয়ার জন্য বের হই। রাত ১২টা পর্যন্ত গোয়ালন্দ মোড় এলাকায় এসে আটকে আছি; এখনও ফেরির নাগাল পাইনি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

[৫] রাজবাড়ী জেলা পুলিশের গোয়ালন্দ মোড় এলাকায় দায়িত্বে থাকা এটিএসআই মো. আবুল কালাম বলেন, গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীমুখী এলাকায় শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে আছে।

[৬] বিআইডব্লিউটিসির দৌলতদিয়ারঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহবুব হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯ ফেরির মধ্যে ১৬টি ফেরি ও চারটি ঘাট চালু আছে।

[৭] কিছু ফেরির যান্ত্রিক ত্রুটি থাকার কারণে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। যে কারণে পারাপারের অপেক্ষায় কিছু ট্রাক আটকে আছে।

[৮] তবে ফেরিগুলো সংস্কার করে আনা হলে এ সমস্যা থাকবে না বলে জানান ওই কর্মকর্তা। যুগান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়