শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে পিকআপভ্যান চাপায় এক ব্যক্তি নিহত

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে পিকআপভ্যান চাপায় আব্দুর রহমান (৫২) নামে এক ভ্যানের যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ভ্যানের আরো তিন যাত্রী।
২০ সেপ্টেম্বর (রোববার) সকালে উপজেলার সদরের অদূরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সবরীতল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] মৃত আব্দুর রহমান উপজেলার মহদীপুর ইউনিয়নের মধুপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। আহতরা হলেন একই গ্রামের মিঠু মিয়া (৪০), এনতাজ মিয়া (৫০) ও বাবু মিয়া (৬০)।

[৪] উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিছুর রহমান জানান, সকালে স্থানীয় ঠুটিয়াপাকুর বাজার থেকে যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি রিকশাভ্যান পলাশবাড়ী পৌরশহরের দিকে যাচ্ছিল। পথে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সবরীতল এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপভ্যান ওই ভ্যানটিকে পিছন থেকে চাপা দেয়।

[৫] এতে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যালে কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।

[৬] পলাশবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই দূর্ঘটনায় মৃত ব্যক্তির মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়