শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের সিদ্ধান্ত

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা সমিতির কার্যালয়ে শনিবার(১৯ সেপ্টেম্বর) রাতে সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে । সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীমের পরিচালনায় সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মুহিত বাবলু।

[৩] ২০১৯-২০ অর্থ বৎসরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোঃ বদরুল ইসলাম, সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন মোঃ মইনুল ইসলাম শামীম।

[৪] আলোচনার পর শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব গৃহীত হয়। সভার আলোচ্যসূচি অনুযায়ী বর্তমান কোভিট-১৯ এর কারণে সৃষ্ট পরিস্থিতি ও সমিতির কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

[৫] আলোচনায় অংশগ্রহণ করে ব্যবসায়ী ও কার্যকরী কমিটির সদস্যগণ এই মর্মে অভিমত প্রকাশ করেন যে, যেহেতু অন্যান্য সকল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এমনকি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেরও প্রস্তুতি সরকার গ্রহণ করছেন এমতাবস্থায় কার্যকরী কমিটির মেয়াদ অতিক্রান্ত হওয়ায় সমিতির ধারাবাহিকতা রক্ষা ও সমিতি পরিচালনায় প্রয়োজনীয় অর্থের সংকুলান করতে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন আয়োজনের জন্য কার্যকরী কমিটিকে দায়িত্ব দেয়া হয়। সেই লক্ষে কার্যকরী কমিটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন, সদস্য তালিকা প্রনয়ন ও সদস্য পরিচয়পত্র প্রদানের কাজ সম্পাদন করবেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়