শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিমিয়ে পড়েছে সিলেট বিএনপি, সক্রিয় যুবদল-ছাত্রদল

আহমেদ শামীম : [২] দীর্ঘদিন থেকে সিলেটে রাজপথে কোন দৃশ্যমান কর্মসূচী দেয়নি সিলেট বিএনপি। সভা, সমাবেশ কিংবা দলের কোন সাংগঠনিক তৎপরতাও তেমন চুখে পড়েনি। এক পর্যায়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

[৩] জানা যায়, সর্বশেষ গত ২৯ ফেব্র“য়ারি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। এর পর থেকে আর কোন কর্মসূচী দিতে দেখা যায়নি সিলেট বিএনপির।

[৪] বিএনপির কিছু নেতারা বলছেন- দীর্ঘ ২ বছরেরও বেশী সময় ধরে বিএনপির আন্দোলনের একটাই উদ্দেশ্য ছিল বেগম খালেদা জিয়ার মুক্তি। ২৫ মার্চ খালেদা জিয়াকে সরকার মুক্তি দেয়। এরপর নানা কারনে বিএনপি কোন কর্মসূচী দেয় নি। যার কারণে- সিলেট বিএনপিও কোন ধরণের কর্মসূচী পালন করেনি।

[৫] এদিকে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে যুবদল ও ছাত্রদল। তৃণমূল শক্তিশালী করতে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি সিলেট বিভাগীয় দায়ত্বপ্রাপ্ত দলনেতা শহীদ উল্লাহ তালুকদার সিলেটে এসে প্রতিটি উপজেলায় কর্মী সভা করে যুবদলকে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নগরীর প্রতিটি ওয়ার্ডেও যুবদলের কর্মীসভা চলছে।

[৬] এদিকে গত ১১ সেপ্টেম্বর ১২টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১৭ কলেজ কমিটি মিলিয়ে ৩২ ইউনিটের কমিটি ঘোষণা করে সিলেট জেলা ছাত্রদল। ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম সিলেটে ছাত্রদলের ফাউন্ডেশনকে আরো শক্তিশালী করতে ত্যাগী ও নির্যাতিত নেতাদের সমন্বয়ে কমিটি ঘোষণা করেন। এরপর থেকে ছাত্রদলও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মাঠ পর্যায়ে বড় কর্মসূচী দিতে তারা শক্তি সঞ্চয় করছে।

[৭] যুবদল ও ছাত্রদল যেখানে মাঠ গরম রাখছে, সেখানে বিএনপি একদম নিরব। নানা কারণে সিলেট জেলা ও মহানগর বিএনপি কর্মসূচী থেকে দূরে রয়েছে।

[৮] সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন আমাদেরসময়.কমকে বলেন, ছাত্রদলের ফাউন্ডেশনকে আরো শক্তিশালী করতে আমরা এক সাথে ৩২ ইউনিট কমিটি ঘোষণা করেছি। যা সিলেটের ইতিহাসে বিরল। মামলা, হামলা, নির্যাতন যতই আসুক না কেন ছাত্রদল সব সময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সব সময় থাকবে। গণতান্ত্রিক আন্দোলন ত্বরান্বিত করে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে ছাত্রদল যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।

[৯] সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু আমাদেরসময়.কমকে বলেন, যুবদলকে তৃণমূল থেকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি। উপজেলা, ইউনিয়ন ও নগরীর ওয়ার্ড পর্যায়ে যুবদলের দায়িত্বশীলরা কর্মীসভা পালন করে যাচ্ছেন। যুবদলকে শক্তিশালী করে গণতান্ত্রিক আন্দোলনকে আরো ত্বরান্বিত করাই আমাদের মূল লক্ষ্য।

[১০] সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, কেন্দ্র থেকে কোন নির্দেশনা বা কর্মসূচী আসেনি তাই মাঠ পর্যায়ে কোন কর্মসূচী পালন করা হয়নি। তবে করোনাকালীন নানা কর্মসুচী পালন করেছে বিএনপি।
মহানগর বিএনপিকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী করতে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কি না এ ব্যাপারে তিনি বলেন, ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী বুধ-বৃহস্পতিবার আবারও সভা হবে। তৃণমূলকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি।

[১১] এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার জানান, করোনা দুর্যোগ, বন্যা এসব কারণে কেন্দ্রীয় বিএনপি সকল কর্মসূচী বন্ধ করে দেয়। যার কারনে সিলেটেও কোন কর্মসূচী পালন করা হয়নি। কেন্দ্রের নির্দেশে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সকল ধরণের কর্মসুচী বন্ধ রয়েছে। এখন আর কোন কর্মসূচী দেয়নি কেন্দ্র। দিলে তা পালন করা হবে। সম্পাদনা : আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়