শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক এমডি ওয়ালি-উল মারুফ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং মাসলিন ক্যাপিটালের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালি-উল মারুফ মতিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার সকাল পৌনে ৭টায় রাজধানীর ল্যাবএইড হসপিটালে মারা যান তিনি। ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শামীম আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়ালিউল মারুফ মতিন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৮ দিন চিকিৎসা নিয়ে বসায় চলে যান। অবস্থার অবনতি হলে আবারও তিনি ল্যাবএইডে ভর্তি হন।

জানা গেছে, ওলিউল মারুফ মতিন ২০১৪ সালে তিন বছরের জন্য সিএসইর এমডি হিসাবে যোগদান করেন। তবে তার মেয়াদ শেষ হওয়ার আগেই ২০১৬ সালে পদত্যাগ করতে বাধ্য হন। সিএসই থেকে পদত্যাগ করে মসলিন ক্যাপিটাল প্রতিষ্ঠা করেন ওলিউল মারুফ মতিন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির এমডি ছিলেন।

ওলিউল মারুফ মতিনের মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান পরিচালক মো. রকিবুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা গভীর জ্ঞাপন করেন৷ রকিবুর রহমান বলেন ওয়ালি-উল-মারুফ মতিন একজন পুঁজিবাজার বান্ধব ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন পুঁজিবাজারের সাথে জড়িত থেকে দেশ বিদেশে তার কর্মের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷ আমি তার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়