শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪২ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় সাত সকালের বজ্রপাতে কৃষকের সর্বনাশ

যশোর প্রতিনিধি: [২] যশোরের চৌগাছায় সাত সকালে বৃষ্টির সাথে বজ্রপাতে এক কৃষকের গর্ভবতী গাভীসহ দু’টি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গরু দুটির আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। গরু দুটি হারিয়ে কৃষক শোকাহত হয়ে পড়েছেন।

[৩] রোববার (২০ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে উপজেলার সিংহঝুলি গ্রামের দফাদার পাড়ায় এ ঘটনা ঘটে।

[৪] কৃষক বিপুল হোসেন জানান তিনি প্রবাসী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে দেশে ফিরে সামান্য কিছু জমিতে চাষাবাদের পাশাপাশি ক্ষুদ্র গরু খামারি হিসেব গরু পালন করেন। তার দুটি গরু ছিল। একটি গর্ভবর্তী গাভী যা দু/এক দিনের মধ্যেই বাছুর প্রসব করার কথা। আরেকটি এড়ে (ষাড়)। গরু দুটির আনুমানিক মূল্য হবে ২ লক্ষ টাকা।

[৫] তিনি জানান অন্যদিনের মত রোববার সকাল সাড়ে সাতটার দিকে গোয়াল ঘর পরিস্কার করার জন্য পাশেই একটি খোলা মাঠে গরু দুটি বেধে রাখেন। সকাল আটটার দিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে প্রায় অন্ধকার হয়ে প্রবল বৃষ্টি শুরু হয়।

[৬] তিনি দ্রুত গোয়াল ঘর পরিস্কার শেষে গরু দুটি আনতে যাবেন এমন সময় বজ্রপাত হলে গরু দুটি মাটিতে পড়ে যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান গাভীটি মারা গেছে, আর এড়েটি কোনরকমে নড়াচড়া করছে। সেটি তিনি গোয়াল ঘরে নিয়ে আসার চেষ্টা করলেও আর আনতে পারেন নি। সেখানে সেটিও মারা যায়। গরু দুটি হারিয়ে কৃষক সপরিবারে শোকাহত হয়ে পড়েছেন। বেলা ১১ টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখা যায় তার পরিবারের নারীরা আহাজারি করছেন।

[৭] স্থানীয় সিংহঝুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিপুলের অনেক ক্ষতি হয়ে গেলো। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়