শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ হাসপাতালে কর্মরত স্বাস্থ্য সেবাকর্মীদের নিরাপদে থাকার ব্যবস্থা করতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়

লাইজুল ইসলাম : [২] এ মুহুর্তে কোভিড হাসপাতালগুলোতে ৯০০ চিকিৎসকের বেশি কর্মরত আছেন। নার্স কর্মরত আছে দুই হাজারের বেশি। অন্যান্য বিভাগেও কর্মরত আছেন হাজার খানেক কর্মী। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোভিড চিকিৎসার সঙ্গে জড়িত স্বাস্থ্যসেবাকর্মীরা এখন বাসায় থাকছেন। এতে তাদের বেশ সমস্যার পড়তে হচ্ছে।

[৩] কুর্মিটোলা কোভিড হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে কর্মরত একাধিক চিকিৎসক বলেন, আমাদের পরিবারের সদস্যরা বেশ হুমকিতে রয়েছে। আমরা কাজ করে বাসায় আসবো আর সেই সময় পরিবারের সদস্যরা আক্রান্ত হবে না এটা কিভাবে বুঝবো।

[৪] স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইকবাল আর্সলাম বলেন, একটি সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে। যা সবার সঙ্গে আলোচনার পর গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যসেবাকর্মীদের পক্ষ থেকে আমরা বলেছি, থাকা ও খাওয়ার ব্যবস্থা হতে হবে নিরাপদ। কোথায় রাখবে কিভাবে খাওয়াবে এটা রাষ্ট্রের বিষয়।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, উত্তরার দিয়াবাড়িতে যে আবাসন ব্যবস্থা আছে তাতে ১২০০ চিকিৎসক থাকতে পারবেন। যদি কোনো চিকিৎসক চায় বাসায় থাকবেন সে ভাতা নিয়ে বাসায় থাকবেন।

[৬] তিনি বলেন, নার্সদের যে ভাতা দেয়া হবে সেই ভাতার টাকায় হোটেলে বা সরকারের ডরমেটরিতে রাখা হবে। নার্সরা চাইলে বাসায় গিয়েও থাকতে পারবেন। এগুলো সবই সরাকারি ব্যবস্থাপনায় হতে যাচ্ছে। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়