শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাঠে দর্শক ফিরিয়ে ফুটবলের জনপ্রিয়তার প্রমাণ দিলেন ব্যারিস্টার সুমন

স্পোর্টস ডেস্ক: [২] ঢাকার ফুটবলে গ্যালারি ভরা শূন্যতা থাকলেও গ্রামে-গঞ্জের দৃশ্য একেবারে ভিন্ন। ঢাকার ফুটবলে সেই শূন্যতার কারণ কী আর গ্রামে উপচেপড়া জনতার ভিড়ের কারণ ব্যাখ্যা করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

[৩] বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে উল্লেখ করে বর্তমান দেশের ফুটবলে দর্শকের ভাটা প্রসঙ্গ তুলে তিনি কথা বলেন। ফুটবলের জোয়ার ফেরাতে কী দরকার সেটাও উল্লেখ করেন এই ফুটবল প্রেমি আইনজীবী।

[৪] হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসে মাঠেই খেলার শুরুতে শুক্রবার তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে আজমিরীগঞ্জের দলের সঙ্গে একটি ম্যাচ খেলাকে কেন্দ্র করে মাঠে হাজারো দর্শক ভিড় জমায়।

[৫] আজমিরীগঞ্জের সেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এই ম্যাচ দেখতে। তিল ধরানোর কোন জায়গা ছিল না। এই পর্যায়ে ম্যাচ শুরুর আগে ব্যারিস্টার সুমন বাফুফেকে উল্লেখ করে বলেন, ‘আমি যে কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেখাইতে চাই, চারদিকে দর্শক কাকে বলে দেখেন। আপনারা বলেন ঢাকার মাঠে নাকি দর্শক থাকে না। এইরকম একটা জায়গায় হাজার হাজার দর্শক হইছে।’

[৬] বিশ্বাস আদায় করাই হবে দর্শকের জোয়ার ফেরানোর হাতিয়ার উল্লেখ করে তিনি যোগ করেন, এই দর্শক আনতে বিশ্বস্ততা লাগে। মানুষের মনে বিশ্বাস যোগাইতে হয়। আজকে একাডেমির ম্যাচ আছে শুনে হাজার হাজার মানুষ ভিড় করেছে। তিল ধরানোর জায়গা নেই। বিল্ডিংয়ের উপর পর্যন্ত কত বাচ্চারা উপস্থিত আছে।’

[৭] বেহাল ফুটবল দশার চিত্র তুলে ধরেন সুমন, ‘ফুটবলটারে তো ১২টা বাজায় দিছেন! প্লেয়ার অবস্থা শেষ। ভাল ফুটবলারদের সৌদি আরব-কুয়েত যাইতে হয়। ভাল ফুটবলারদের রাজমিস্ত্রী হইতে হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলতে দেখেন বাস্তবতা।’

[৮] রাজনীতি না করে ফুটবলে বিশ্বস্ততা ফেরানোর আহ্বান এই আইনজীবির, ‘যদি বিশ্বস্ততা অর্জন করতে পারেন তাহলে আপনাদেরও মানুষ সম্মান করবে। আপনারাও ফুটবলটাকে বহুদূর নিয়ে যেতে পারবেন। -সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়