শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবুজপাতা সফটওয়্যার ও মোবাইল অ্যাপসের উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী

নাজমুস সাকিব: [২] সামাজিক বেষ্টনীর সকল সুবিধা ভোগীদের সুষম বন্টন ও সুষ্ঠ সমন্বয়ের ডিজিটালাইজেশনের মাধ্যমে অতি দ্রুত সেবা পৌঁছানো ও দুর্নীতি রোধে ডাটাবেজ তৈরীর লক্ষ্যে 'সবুজপাতা' সফটওয়্যার ও মোবাইল অ্যাপসের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

[৩] শনিবার (১৯ সেপ্টম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক, সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে 'সবুজপাতা' সফটওয়্যার এবং অ্যাপসের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী।

[৪] কৌশিক নাহিয়ান জানান, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে তা ত্বরান্বিত করতে ব্যক্তি পর্যায়ে 'সবুজপাতা' একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আশাবাদী এর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসুচি, বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, ভিজিডি, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ, মানবিক সহায়তা প্রকল্প কার্যক্রম পরিচালনা ও সেবা প্রদান পূর্বের থেকে আরো সহজ হবে।

[৫] যেহেতু তথ্যগুলো ডাটাবেজে সংরক্ষিত থাকবে তাই খুব সহজেই উপকারভোগীদের যাচাই বাছাই করে সেবা প্রদান করা যাবে, এতে সেবা প্রদানে দুর্নীতিও রোধ করা সম্ভব হবে।। আপাতত বোদা-দেবীগঞ্জ এই দুই উপজেলাকে এই অ্যাপসের আওতায় আনা হবে। তবে অতি দ্রুত দেশের প্রতিটা উপজেলাকে এই অ্যাপসের আওতায় আনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়