শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী রিমান্ডে

জেরিন আহমেদ: [২] নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ গ্রেপ্তার আটজনকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

[৩] শনিবার বিকালে আদালতে তাদের হাজির করে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

[৪] তারা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান।

[৫] সিআইডি প্রাথমিক তদন্ত ও সাক্ষ্য প্রমাণে তাদের বিরুদ্ধে অবহেলার প্রমাণ পেয়েছে বলে জানানো হয়েছে। মামলার মূল রহস্য উদ্‌ঘাটন করার জন্য তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।

[৬] এর আগে সকালে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিতাসের ওই আটজনকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। কর্তব্যে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মসজিদের নিচে গ্যাসের লাইনে লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

গত ৪ সেপ্টেম্বর রাতে এশার জামাত শেষে ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। এ ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ জনের মৃত্যু হয়।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়