শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯: অক্সিজেন স্বল্পতায় ভোগাদের ডেক্সামেথাসন স্টেরয়েড ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপের ওষুধ সংস্থা

সিরাজুল ইসলাম: [২] শুক্রবার এ অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ইউরোপের ওষুধ নিয়ন্ত্রকদের বিবৃতিতে বলা হয়, গবেষণা তথ্য পর্যালোচনার ভিত্তিতে ইএমএ প্রাপ্তবয়স্ক এবং কিশোরদের মধ্যে ডেক্সামেথাসন ব্যবহারের অনুমোদন দিচ্ছে। তবে ১২ বছর বয়স এবং কমপক্ষে ৪০ কেজি ওজন হতে হবে। পরিপূরক অক্সিজেন থেরাপির প্রয়োজন হলে এটা ব্যবহার করা যাবে। এএফপি

[৩] গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে ভেন্টিলেশনে থাকা রোগীদের ডেক্সামেথাসন দেয়ার পর ২৮ দিনের মধ্যে মারা যাওয়ার হার ২৯ শতাংশ। এ ওষুধ দেয়া হয়নি, তাদের মৃত্যুর হার ৪১ শতাংশ। ভেন্টিলেশন বাদে শুধু অক্সিজেন পেয়েছেন, ডেক্সামেথাসন পাওয়ার পর মৃত্যুর হার ২৩ শতাংশ আর ডেক্সামেথাসন না পেলে মৃত্যুর হার ২৬ শতাংশ।

[৪] এ মাসের শুরুতে কোভিড-১৯ চিকিৎসার জন্য ডেক্সামেথাসনের মতো কর্টিকোস্টেরয়েডের মজুত রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আরেকটি গবেষণায় দেখা গেছে, কর্টিকোস্টেরয়েড পরিবারের ডেক্সামেথাসন জাতীয় ওষুধ মারাত্মক কোভিড-১৯ উপসর্গযুক্ত রোগীদের মৃত্যুর হার ২৮ দিনের মধ্যে ২১ শতাংশ কমিয়েছে। অন্য কোনো ওষুধ এত মৃত্যুহার কমানোর ক্ষেত্রে সাফল্য দেখাতে পারেনি। বিবিসি

[৫] অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক হাসপাতালে ভর্তি হওয়া প্রায় দুই হাজার করোনা রোগীর শরীরে ডেক্সামেথাসন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছিলেন। ভেন্টিলেশনে থাকা রোগীদের ক্ষেত্রে এই ওষুধ মৃত্যুঝুঁকি ৪০ থেকে ২৮ শতাংশ পর্যন্ত কমিয়ে আনে। যাদের অক্সিজেন নেয়া দরকার, সেসব রোগীর মৃত্যুঝুঁকি কমে ২৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়