সুজিৎ নন্দী : [২] ওয়াসার এমডি তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর জন্য সুপারিশ পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। শনিবার বিকালে অনলাইনে ডাকা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
[৩] এর আগে গত বৃহস্পতিবার ঢাকা ওয়াসা’র সচিব প্রকৌশলী শারমিন হক আমীরের এক নোটিশে বলা হয়, ‘ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম বিশেষ সভা (অনলাইন মিটিং) আগামী ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখ রোজ শনিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এ সভায় বোর্ডে সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
[৪] সভার একমাত্র আলোচ্যসূচিতে বলা হয়েছে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে তিন বছরের জন্য নিয়োগের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে।
[৫] ওয়াসা বোর্ডের প্রস্তাব বা সুপরিশ অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এমডি পদে নিয়োগ দেয় সরকার। কিন্তু একই ব্যক্তি একই পদে সর্বোচ্চ কতবার বা কত বছর নিয়োগ পেতে পারেন, সে ব্যাপারে আইনে কিছু বলা নেই। ফলে ২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর আর পদ ছাড়তে হয়নি তাকসিম এ খানকে।
[৬] এরপর আরও চার দফা নিয়োগ পেয়েছেন। কিন্তু প্রতিবারই নিয়োগ নিয়ে সমালোচনা, কখনো ওয়াসা বোর্ড তাকসিম এ খানের প্রতি পক্ষপাতিত্ব করেছে, মন্ত্রণালয় বিরোধিতা করেছে, আবার কখনো মন্ত্রণালয়ের নির্দেশেই তাকসিমকে পুনর্নিয়োগ দেয়ার প্রস্তাব পাস করেছে ওয়াসা বোর্ড। সম্পাদনা : খালিদ আহমেদ