শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ডিসেম্বরের মধ্যে বেওয়ারিশ কুকুর অপসারণের দাবি

মনিরুল ইসলাম: [২] আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে বেওয়ারিশ কুকুর অপসারণের দাবি জানিয়েছে ‘আমরা সচেতন ঢাকাবাসী’ নামে একটি সংগঠন। না হলে জানুয়ারি থেকে বৃহত্তর আন্দোলন ।

[৩] শনিবার ১৯ সেপ্টেম্বর সকালে নগর ভবনের সামনে বেওয়ারিশ কুকুর অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।

[৪] মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা শহরে কুকুরের যন্ত্রণায় বাসা থেকে বের হওয়া যায় না। মসজিদে নামাজ পড়তে যেতে সমস্যা হয়। বাচ্চারা নির্বিঘ্নে খেলাধুলা করতে পারে না। কোনো সভ্য দেশের রাজধানীতে বেওয়ারিশ কুকুরের এ রকম অবাধ বিচরণ মেনে নেয়া যায় না। তাই ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে এই ডিসেম্বরের মধ্যেই বেওয়ারিশ কুকুর অপসারণের দাবি জানাচ্ছি।

[৫] মানববন্ধনে ‘নিরাপদে চলতে চাই, বেওয়ারিশ কুকুরমুক্ত ঢাকা চাই’, ‘কুকুর থাকবে আঙিনায়, ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন অনেকে।

[৬] মানববন্ধনে বেওয়ারিশ কুকুর অপসারণের বিরুদ্ধে অবস্থানকারীদের উদ্দেশে বক্তারা বলেন, আপনারা বলছেন প্রাণী কল্যাণ আইন ২০১৯ অনুযায়ী কুকুর অপসারণ বা স্থানান্তর করা অপরাধ। দয়া করে মানুষকে আর বোকা বানাবেন না। আইনের অপব্যাখ্যা দেবেন না। বেওয়ারিশ কুকুর স্থানান্তর বা অপসারণ সিটি করপোরেশনের এখতিয়ারভুক্ত কার্যক্রম। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ মাধ্যমে সিটি করপোরেশনকে বেওয়ারিশ কুকুর অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছে।

[৭] পরে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরীর সঙ্গে দেখা করে তাদের দাবির কথা তুলে ধরেন। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়