শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে প্রথম ভাসমান ফুটবল মাঠ তৈরি করলো থাইল্যান্ড

ওমর ফারুক: [২] থাইল্যান্ডে অবস্থিত একটি ছোট দ্বীপ। যেখানে নেই কোনো সমতলভূমি। চারিদিকে পানি আর ছোট ছোট চুনা পাথরের পাহাড়।

[৩]এখানকার বাসিন্দারা মূলত মৎস্যজীবী। তাদের আয়ের মূল উৎস মাছ ধরা এবং পর্যটকদের সাহায্য করা। [৪]১৯৮৬ সালে ম্যারাডোনার সেই ঝড়ো ফুটবলের মুহূর্ত দেখে অনুপ্রাণীত ভাসমান এই গ্রামের যুবকেরা। তারা নেমে পড়েন ফুটবল খেলা শিখতে। যেহেতু তাদের সমতলভূমির অভাব রয়েছে এজন্য তারা পানির উপরেই খেলা শেখার বন্দোবস্ত করে।

[৫]পানইয়ে দ্বীপ মাঠ তৈরি করার মতো তেমন কোনো জমি নেই। তবে এই জমির অভাব তাদের জন্য বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। জমি যখন নেই তখন পানিতেই হবে ভাসমান মাঠ।

[৬]এমন ভাবনায় কিশোর-যুবকদের একটা দল নেমে পড়ে বিশ্বের প্রথম ভাসমান মাঠ তৈরি করতে।

[৭]প্রথমে পুরনো কাঠ জোগাড় করা হয়। তারপর পানির মধ্যে খুঁটি পুঁতে তৈরি হয় মাচা। সেই মাচাতেই তৈরি হয় মাঠ। তখন সমস্যা ছিল প্রচুর আনাড়ি হাতে তৈরির কারণে পেরেকের খোঁচার আঘাতে অনেকেই আহত হন। এইভাবে কেটে গেছে ৩০ বছরেরও বেশি সময়। তারপর পুরনো সেই কাঠের মাঠ ভেঙে ওই পানিতেই প্লাস্টিকের ড্রাম এবং রাবার ফোম ব্যবহার করে নতুন করে তৈরি করা হয়।

[৮]এখানকার বাসিন্দাদের একটাই চাওয়া। যাকে দেখে তারা অনুপ্রাণিত হয়ে এই ভাসমান মাঠ তৈরি করেছেন। সেই ম্যারাডোনার পায়ের ধুলি যেন তাদের মাঠে পড়ে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়