শাহীন খন্দকার : [২] বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক বলেন, ডেঙ্গুর ভাইরাসবাহী মশা কামড়ানোর চার থেকে সাত দিন পর উপসর্গ দেখা দেয়। জ্বরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে।
[৩] ডেঙ্গুর উপসর্গ সম্পর্কে শিশু হাসপাতালের পরিচাল অধ্যাপক ডা. সফি আহম্মেদ বলেন, জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথা, হাড়, হাড়ের জোড় ও পেশিতে তীব্র ব্যথা, বমি ভাব, শরীরে ফুসকুড়ি দেখা দেয়া এবং চোখের পেছনে ব্যথা হতে পারে। জ্বর ১০২-এর নিচে থাকলে ৬ ঘণ্টা পর পর প্যারাসিটামল খেতে হবে।
[৪] আর ১০২-এর ওপরে গেলে প্যারাসিটামল সাপোজিটরি দেন। প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ব্যথার ওষুধ খাবেন না। কারণ ব্যথার মেডিসিন খেলে রক্তক্ষরণ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। কী খাবেন: জ্বর এলে সাধারণত এসময়ে খাওয়ার রুচি থাকে না। তাই পুষ্টিসমৃদ্ধ ও প্রোটিন জাতীয় খাবারও খেতে হবে। বেশি করে ডাবের পানি, ওরস্যালাইন, ফলের জুস খেতে হবে।
[৫] ডেঙ্গু সারতে সময় লেগে যায় এক থেকে দুই সপ্তাহ,এর মধ্যে ডেঙ্গু সেরে যায়। কিছু রোগীর ক্ষেত্রে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে মৃত্যুঝুঁকি থাকে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
[৬] এদিকে চলতি বছর ডেঙ্গু ভর্তিরোগী ৪৪২ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৪৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তিরোগী ২ জন এছাড়া নতুন ভর্তি ১জন। গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুণ কোন রোগী ভর্তি হয়নি দেওেশর কোথাও।
[৭] রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ০১ টি মৃত্যুর তথ্য প্রেরিত হলেও আইইডিসিআর উক্ত মৃত্যুটি ডেঙ্গুজনিত নয় বলে নিশ্চিত করেছে। স্বাস্থ্য তথ্য ইউনিট (এম আই এস) দায়িত্বপ্রাপ্ত কর্মকত ডেপুটি চীফ ( মেডিকেল) কর্মকর্তা ডা. এ বি মোঃ শামছুজ্জামান।