শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদপুর মেঘনা ধনাগোদা বাধে ২শ’ মিটার জুড়ে হঠাৎ ভাঙন

মিজানুর রহমান: [২] চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাধে হঠাৎ করে ২শ’ মিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে।

[৩] চলতি মাসে মেঘনা নদীর পানি কম থাকলেও শুক্রবার বিকেলে পানি বৃদ্ধি পায়। যার ফলে রাত ৯টার দিকে বেড়িবাধের ফরাজিকান্দি জনতাবাজার সংলগ্ন এলাকায় বাধ হঠাৎ নিচের দিকে দেবে যায়। বর্তমানে মেঘনা নদীর পানি বিপৎ সীমার ৪.০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

[৪] শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই বাধ রক্ষায় কাজ করছেন পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত শ্রমিকরা। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুপুর ১টায় স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন রুহুল এমপি ও পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার চীফ ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।

[৫] মতলব উত্তর পানি ফেডারেশন সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিন জানান, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন কাচারীকান্দি এলাকা দিয়ে মেঘনা নদী লাগোয়া মূল বাধে ভাঙন দেখা দেয়। অল্প সময়ের মধ্যে নদী তীরবর্তী অংশের ২০০ মিটার অঞ্চল ভেঙে নদীতে বিলীন হতে থাকে। পানি বৃদ্ধির কারণে ভাঙ্গন ক্রমশ আরো বাড়তে থাকে এবং অল্প সময়ের মধ্যেই বাঁধের ব্যাপক অংশ ভেঙে যায়।

[৬] তিনি আরো জানান, ভাঙনের খবর ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যে সহস্রাধিক লোকজনের সমাগম ঘটে। কয়েক শতাধিক যুবক নিজ উদ্যোগে ৭ থেকে ৮ ট্রলি গাড়িতে করে জনতা বাজার, চরমাছুয়া এলাকায় বাঁধ রক্ষার কাজে প্রস্তুত করা কয়েক সহস্রাধিক জিও টেক্সটাইল বালির বস্তা এনে বাঁধ রক্ষার কাজে নেমে পড়েন এবং অস্থায়ীভাবে বাঁধ রক্ষায় চেষ্টা চালান।

[৮] পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের আওতাধীন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, হঠাৎ করেই বেড়িবাধের এ ভাঙন দেখা দিয়েছে। তবে পানি ভাঙন এলাকায় পানি প্রবাহ বিপৎসীমার নিচে রয়েছে।

[৯] আমি বিষয়টি তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি এবং সকাল থেকে বাধ রক্ষায় শ্রমিকরা কাজ করছেন। আমাদের সকল কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে কাজের তদারকি করছেন। আজকের মধ্যেই আশা করি কাজ শেষ হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়