শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন

হাদিউল হৃদয়: [২] সিরাজগঞ্জের তাড়াশে চাকরি দেয়ার নামে শত শত বেকারদের নিকট থেকে ১০ কোটি টাকা হাতিয়ে নেয়া, জায়গা জমি, জোর জবরদখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মিজানুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

[৩] শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাড়াশ প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

[৪] ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন, রেজাউল করিম, মাহমুদা পারভীন, নজরুল ইসলাম, সাইদুর ইসলাম, রিতা খাতুন, আব্দুল মান্নান, মো. শফিকুল ইসলাম, নজরুল ইসলাম ও আল মাহমুদ খন্দকার প্রমুখ। বক্তারা এ সময় প্রায় শতাধিক ভুক্তভোগী লোকের কাছ থেকে চাকরি দেয়ার নামে নেয়া ১০ কোটি টাকা ফেরত ও তাঁর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

[৫] ভুক্তভোগীদের দেওয়া তথ্যানুযায়ী জানা গেছে, উল্লাপাড়া উপজেলার চেংটিয়া গ্রামের মো: নজরুল ইসলামের স্ত্রী সুলতানা খাতুনকে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে ৯ লক্ষ ৯৩ হাজার টাকা, তাড়াশ উপজেলার ঘরগ্রামের মৃত খৈমুদ্দীন কাছে থেকে ৬ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছে ওই প্রতারক মিজানুর রহমান।

[৬] এছাড়াও মিজানুর রহমান দীর্ঘ সময় ধরে সরকারি চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতি জনকে ১০ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মিজানুর রহমান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের মৃত রোকোনুজ্জামানের ছেলে।

[৭] এ ব্যাপারে জানতে ওই প্রত্যারক মো. মিজানুর রহমানকে ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

[৮] উল্লেখ্য, ২০১৯ সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র সরবারাহের অভিয়োগে তাকে গ্রেফতার করেছিল রাজশাহী পুলিশ। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়