শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুুক্তরাষ্ট্রে শুরু হলো প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট গ্রহণ

লিহান লিমা: [২]স্থানীয় সময় শুক্রবার হতে যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য- মিনেসোটা, সাউথ ডাকেটা, ভার্জিনিয়া ও উমিংয়ে ভোটারদের ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনে আগাম ভোট দেয়ার অনুমতি দেয়া হয়েছে। আনাদুলু এজেন্সি

[৩] আগাম ভোটের গুরুত্বের কারণে শুক্রবার মিনেসোটার পুল পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্রেট প্রতিদ্ব›দ্বী জো বাইডেন। এই রাজ্যের পুলে এখন পর্যন্ত সাবেক ভাইস- প্রেসিডেন্ট বাইডেনই এগিয়ে রয়েছেন।

[৪] এই চার রাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্রের বাকি রাজ্যগুলো ধীরে ধীরে আগাম ভোট দেয়ার সুবিধা উন্মুক্ত করবে।

[৫] করোনা ভাইরাস মহামারীর কারণে এবার দেশটিতে রেকর্ড পরিমাণ ভোটার মেইল-ইন ভোট দিতে পারেন। বেশিরভাগ রাজ্যই ৩ নভেম্বর পর্যন্ত ব্যালট জমা দেয়ার শেষ সময় ঘোষণা করেছে। তবে আগাম ভোট পড়লেও নির্বাচনের দিনের পূর্ব পর্যন্ত বিজয়ী ঘোষণা করা হবে না।

[৬] নভেম্বরের নির্বাচনে ৪৫দিন পূর্বে করা ইকেনমিস্ট/ইউগভ এর পুলে দেখা গিয়েছে, বাইডেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৯ শতাংশ এগিয়ে রয়েছেন। আরিজোনা, মিশিগান, পেনসেলভেনিয়া ও উইসকনসিনে ব্যাপকভাবে এগিয়ে রয়েছেন তিনি।

[৭] তবে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে খ্যাত ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিয়ায় তার অবস্থান নি¤œগামী। ২০১৬ সালের নির্বাচনে এই দুই রাজ্যেই জয় পেয়েছেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দুই বারের বিজয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো এই দুই রাজ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়