শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপজেলাসহ সব স্থানীয় সরকার নিবার্চনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, মনোনয়ন প্রত্যাশীদের তথ্য চেয়ে চিঠি

শাহানুজ্জামান টিটু : [২] সংসদীয় আসনসহ সব স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণের সিদ্ধান্ত আবারও নিয়েছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে উপনির্বাচনে প্রার্থী দিয়েছে। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবার উপজেলা নির্বাচনের অংশ নেবে তারা।

[৩] দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী জানান, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নিবার্চনে যারা দলের মনোনয়ন পেতে ইচ্ছুক এবং নির্বাচন করতে আগ্রহী তাদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এবং এ সংক্রান্ত চিঠি দলের সব ইউনিটকে পাঠানো হয়েছে। যারা নির্বাচন করতে আগ্রহি তাদেরকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে স্থানীয় নেতাদেও মতামতকে গুরুত্ব দেয়া হবে।

[৪] দলের মনোনয়ন পেতে যেভাবে আবেদন করতে হবে:
উপজেলা পরিষদ
ক) জেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহবায়ক ও সদস্য সচিব/১নং যুগ্ম সচিব (২ জন)
খ) উপজেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহবায়ক, সদস্য সচিব/১নং যুগ্ম সচিব ও ২নং যুগ্ম সচিব (৩ জন)
গ) উপরোক্ত ০৫ (পা্চঁ) জন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন এবং সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন ‘জাতীয় পরিচয় পত্র’ এবং হালনাগাদ ‘ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের ০৫ (পাঁচ) কার্যদিবস পূর্বে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বাহক মারফত পাঠাতে হবে।
পৌরসভা
ক) জেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহবায়ক ও সদস্য সচিব/১নং যুগ্ম সচিব (২ জন)
খ) পৌরসভা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহবায়ক, সদস্য সচিব/১নং যুগ্ম সচিব ও ২নং যুগ্ম সচিব (৩ জন)
ইউনিয়ন পরিষদ
ক) জেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহবায়ক ও সদস্য সচিব/১নং যুগ্ম সচিব (২ জন)
খ) ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহবায়ক, সদস্য সচিব/১নং যুগ্ম সচিব ও ২নং যুগ্ম সচিব (৩ জন)

[৫] গ নং ধারাটি সকলকে অনুসরণ করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়