শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বিরল দৃষ্টান্ত গড়লেন কৃষক

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস মানুষকে আপন-পর দেখিয়েছে। মানুষের কৃতজ্ঞতা-অকৃতজ্ঞতা ফুটিয়েছে তুলেছে। এরইমধ্যে কৃতজ্ঞতার এক অপূর্ব নিদর্শন মিলেছে। করোনাকালীন সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন এক বৃদ্ধ। আর্থিক সামর্থ্য না থাকায় দীর্ঘদিন বিনা খরচে করোনার সঙ্গে লড়াই করেন তিনি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় করোনামুক্তও হয়েছেন। কিন্তু বাড়ি গিয়ে চিকিৎসকদের জন্য কৃতজ্ঞতাস্বরূপ হাসপাতালে এক প্যাকেট চাল পাঠিয়েছেন। যার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত হচ্ছে।

চাল উপহার দেয়ার ছবিটি গত ১৪ সেপ্টেম্বর টুইটারে প্রথম পোস্ট করেন চিকিৎসক উর্বী শুক্লা। এ চিকিৎসক জানান, ওই বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ১২ দিন তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়। অবশেষে করোনাকে হারিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন তিনি।

চিকিৎসক শুক্লা আরো জানান, বাড়ি ফিরে বৃদ্ধের চিকিৎসায় যুক্ত চিকিৎসক-সেবিকাদের ধন্যবাদ জানাতে হাসপাতালে নিজের হাতে চাষ করা এক প্যাকেট চাল পাঠিয়েছেন।

তবে বৃদ্ধ বাসস্থান ও নাম প্রকাশ করেননি এ চিকিৎসক।

মহামারির মহাবিপদে চিকিৎসক-সেবিকারাই প্রকৃত সন্মুখসারির যোদ্ধা। দেশে দেশে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে নানা আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে গাড়ি র‌্যালি, থালা, ঘণ্টা বাজানো, পুষ্প বর্ষণ।

কিন্তু কৃতজ্ঞতা জানানোর জন্য চাষের চাল পাঠানোর মতো নজির আর দেখা যায়নি। সেই বৃদ্ধ কৃষক নিজের সামর্থের সেরাটুকুই চিকিৎসকদের হাতে তুলে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়