শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটিইউ’র অভিযানে এবিটির সদস্য ও উগ্র মতবাদ প্রচারকারী সংগঠক গ্রেপ্তার

সুজন কৈরী: ভোলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য মো. সরোয়ার হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এছাড়া পৃথক অভিযান চালিয়ে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে উগ্রবাদী মতবাদ প্রচারকারী সংগঠক মো. মোজাহিদ মিয়াকে (১৮) গ্রেপ্তার করেছে এটিইউ।

এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, গোপন তথ্যে ভোলা সদরের হাসপাতাল রোড থেকে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় এবিটির সক্রিয় সদস্য সরোয়ারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উগ্রবাদী বেশ কিছু ডকুমেন্টস, পুস্তিকা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদ আসলাম খান বলেন, তিনি ও তার সহযোগীরা অনলাইন প্লাটফর্মে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও উগ্রবাদী প্রচারণা চালাচ্ছিলেন। সরোয়ার তার ফেসবুক আইডি থেকে জঙ্গি সংক্রান্ত মতবাদ প্রচার, পোস্টে লাইক, কমেন্টস, শেয়ার, সদস্য সংগ্রহ, একটি গ্রুপের মডারেটর হিসেবে কাজ করছিলেন। সেইসঙ্গে জিহাদী কার্যক্রমে উৎসাহ দেয়ার পাশাপাশি বোমা ও বিস্ফোরক তৈরীর প্রস্তুতি নিচ্ছিলেন।

এটিইউ’র এ কর্মকর্তা আরও জানান, পৃথক অভিযান চালিয়ে খিলগাঁও এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মোজাহিদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

এটিইউ’র পুলিশ সুপার বলেন, মোজাহিদ অনলাইন ও অফলাইনে নানা মাধ্যম ব্যবহার করে উগ্রবাদী সংগঠক হিসেবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তাদের উগ্রবাদী মতবাদ প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে উসকানি প্রদান ও প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি সম্বলিত পোস্ট প্রচার করছিলেন।

তিনি আরও জানান, সরোয়ার হোসেনের বিরুদ্ধে ভোলা সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে এবং মোজাহিদ মিয়ার বিরুদ্ধে খিলগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়