শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে যৌতুকের জন্য পিটিয়ে গৃহবধুকে হত্যার অভিযোগ, আটক-৩

তপু সরকার: [২] শেরপুরে যৌতুকের দাবিতে রেজিয়া বেগম (দুঃখিনি) (২৬) নামে ২ সন্তানের জননী এক গৃহবধূকে গত তিন দিন যাবৎ স্বামী, শশুর বাড়ীর লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

[৩] বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে শহরের রাজবল্লভপুর এলাকায় ওই ঘটনা ঘটে। রেজিয়া বেগম ওরফে (দুঃখিনি) শহরের চকপাঠক এলাকার মৃত আনিস মিয়ার মেয়ে ও ২ সন্তানের জননী। ওই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করলেও গৃহবধূর স্বামী শহীদ (৩০) সহ শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন পলাতক রয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটককৃতরা হচ্ছে রেজিয়ার জা বিথী আক্তার, চাচাতো দেবর সুজন মিয়া ও মামাশ্বশুর আব্দুল মোতালেব।

[৪] প্রায় ১০ বছর পূর্বে শেরপুর শহরের রাজবল্লভপুর এলাকার আক্তার হোসেনের ছেলে বাসের হেলপার শহীদের সাথে বিয়ে হয় রেজিয়া বেগমের (দুঃখিনি) । বিয়ের সময় যৌতুক বাবদ ১ লক্ষ টাকা দিলেও আরও যৌতুকের জন্য রেজিয়া বেগমের উপর নির্যাতন চালিয়ে আসছিল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।

[৫] কিন্তু রেজিয়ার ওরফে( দুঃখিনির) পিতা না থাকায় ও ভাইয়ের দরিদ্রতার কারণে যৌতুক দিতে ব্যর্থ হয়। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে রেজিয়া বেগম ওরওফ ( দুঃখিনি) অসুস্থ শরীর নিয়ে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় স্বজনদের কাছে চলে যাওয়ার পথে, থেকে তাকে বাড়িতে নিয়ে আসে স্বামী শহীদ। বৃহস্পতিবার রাতে স্বামী শহীদসহ শ্বশুরবাড়ির লোকজন তার উপর প্রচন্ড শারীরিক নির্যাতন চালালে সে মারা যায়। পরে শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজিয়াকে মৃত ঘোষণা করেন।

[৬] এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ৩জনকে আটক করা হয়েছে। স্বামীসহ অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়