শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারী শিশুসহ আহত ৩

কাওসার হামিদ: [২] বরগুনার তালতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারী শিশুসহ ৩জনকে পিটিয়ে আহত করে বাড়ীতে থাকা মালামাল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তালতলী প্রেসকাবে এসে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মিজানুর রহমান মিরাজ ফরাজী।

[৩] মিরাজ ফরাজী জানান, উপজেলার উত্তর সওদাগরপাড়া গ্রামে মিরাজ ফরাজী (৫০) স্ত্রী ও ২ শিশু পুত্র সন্তান নিয়ে বসবাস করে আসছে। পার্শ্ববর্তী নুরুজ্জামাল ও আলমগীর গংরা কৃষি ও মৎস্য ঘেরে বেড়া দেয়া কারেন্ট জালে দল কেচুয়া (মাটিয়া সাপ) মৃতু অবস্থায় পেচিয়ে থাকার অজুহাতে তর্ক বাধিয়ে তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে।

[৪] এ সময় মিরাজ ফরাজীর বাড়ীতে থাকা ১০মন চাল, স্বর্ণালংকার, নগদ ২০হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এতে মিরাজ ফরাজী, স্ত্রী মিনারা বেগম (৪৫) ও শিশুপুত্র ইমরান(১২)কে গুরুতর অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৫] তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ঘটনাটি শুনেছি, তবে কেহ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়