শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে কৃষকদের জন্যে ১৩ বিলিয়ন ডলারের নতুন সহায়তার ঘোষণা দিলেন ট্রাম্প

রাশিদুল ইসলাম : [২] কোভিড মন্দা কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের কৃষকরা এই ঋণ পাবেন। মোসিনি, উইসকনসিনের সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দেন। তিবিন বলেন কৃষকদের বাড়তি সহায়তার ঘোষণা দিতে পেরে আমি গর্বিত। কোভিড ভাইরাসকে ফের কৌতুক করে চায়না ভাইরাস হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন আগামী সপ্তাহ থেকে এ সহায়তা কৃষকদের কাছে পৌঁছাতে শুরু করবে। ফক্স নিউজ

[৩] গত এপ্রিলে কৃষকদের ট্রাম্প প্রশাসন কোভিড মোকাবেলায় ১৯ বিলিয়ন ডলার সহায়তা দেয় তার ৩ বিলিয়ন দেয়া হয় উৎপাদন, ডেইরি ও মাংস উৎপাদকদের জন্যে। আর পশু পালন ও খামারিরা পান বাকি ১৬ বিলিয়ন ডলার। পলিটিকোর এক তথ্য বলছে ২০১৭ সালে কৃষকদের দেয়া সাড়ে ১১ বিলিয়ন ডলারের সহায়তা বেড়ে এবছর ৩২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

[৪] কোভিড ছাড়াও মার্কিন কৃষকদের চীনের শুল্ক বৃদ্ধি মোকাবেলা করতে হচ্ছে। ইউরোপ ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে শুল্ক বৃদ্ধি ও বাণিজিক দরকষাকষি চলছে তার খেসারত দিতে হচ্ছে মার্কিন কৃষকদের। কারণ ওসব দেশে কৃষি পণ্য রফতানি করতে তাদের অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে হচ্ছে।

[৫] এদিকে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিনে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এছাড়া দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট ট্রাম্প কেনোসা সফরে যান যেখনে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় ব্যাপক দাঙ্গা বাধে। গত আটদিনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট উইসকনসিনে দুবার ভ্রমণ করেন। আগামী সপ্তাহে মাইক পেন্স ফের সেখানে যাচ্ছেন। ২০১৬ সালে অল্প ভোটের ব্যবধানে ট্রাম্প উইসকনসিনে জিতে যান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়