শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে পৌ-নির্বাচনে মনোনয়ন চাইলেন ৫ সম্ভাব্য প্রার্থী

তপু সরকার: [২] শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভায় শেরপুর পৌরসভার নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছেন ৫ সম্ভাব্য প্রার্থী।

[৩] বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক সাহেবের সভাপতিত্বে সভায় তারা মনোনয়ন প্রত্যাশীর আগ্রহ প্রকাশ করেন।

[৪] মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান ও শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা।

[৫] সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপির সঞ্চালনায় ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ খোরশেদুজ্জামান, সিনিয়র সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন প্রমুখ।

[৬] দলের বিশেষ বর্ধিত সভার দিন ধার্য করতে এ সভা ডাকা হলেও মূলত পৌর নির্বাচন ও ওই নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নে বিতর্ক এড়ানো, দলে অনুপ্রবেশকারী ঠেকানোসহ দ্বন্দ্ব-বিভেদ ভুলে সাংগঠনিক শক্তি বাড়ানোর মধ্য দিয়ে ঐক্যবদ্ধ সহাবস্থান নিশ্চিত করার বিষয় নিয়েই দীর্ঘ আলোচনা চলে। সভায় ৩ অক্টোবর শনিবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করার একটি সম্ভাব্য দিন ধার্য করা হয়। তবে কেন্দ্রিয় নেতৃবৃন্দ সম্মতি দিলে ওই দিন জেলা শিল্পকলা একাডেমিতে সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

[৭] সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও এডভোকেট সাহারা খাতুনসহ অন্যান্য দলীয় নেতার মৃত্যুতে শোক প্রকাশসহ তাদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়