শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০২ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেইমারের সঙ্গে ঝামেলা, খুনের হুমকি পাচ্ছেন মার্সেই ফুটবলার

এল আর বাদল : [২] আন্দ্রে এসকোবারকে নিশ্চয় মনে আছে ফুটবলপ্রেমীদের। কলম্বিয়ার এই ফুটবলারের প্রাণ গিয়েছিল ১৯৯৪ সালে তার দেশের জার্সিতে করা আত্মঘাতী গোলের জন্য। সেই আত্মঘাতী গোলের জন্যই কলম্বিয়া পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারেনি। দেশে ফেরার পর ক্রমাগত খুনের হুমকি পেতেন তিনি। একদিন যা সত্যি হয়ে যায়। একটি পার্কিং লটে এসকোবারকে গুলি করে হত্যা করে কিছু দুস্কৃতিকারী। সেই স্মৃতিই কি আবার ফিরে এল? উঠছে প্রশ্ন।

[৩] কিছুদিন আগেই উত্তপ্ত লিগ ওয়ানের ম্যাচে মার্সেই হারিয়েছিল পিএসজিকে। ম্যাচে ১০টি হলুদ কার্ড ও ৫ টি লাল কার্ড দেখান রেফারি। ফরাসি সংবাদমাধ্যমের দাবি, পিএসজি ম্যাচের পর মার্সেইয়ের আলভারো গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ এনেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার।

[৪] এরপর থেকেই নানারকম হেনস্থার শিকার হচ্ছেন ফুটবল ক্লাব মার্সেইয়ের ডিফেন্ডার ও তার পরিবার। তাকে হুমকিও দেওয়া হচ্ছে। তার ব্যক্তিগত ফোনে খুনের হুমকিও এসেছে বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের। ফোনটি ব্রাজিল থেকে করা হয়েছে বলে অভিযোগও দায়ের হয়েছে।

[৫] বর্ণবিদ্বেষের অভিযোগ অস্বীকার করেছেন গঞ্জালেজ। বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করার কথাও ভাবছেন তিনি। মার্সেই কোচ আন্দ্রে ভিলাস বোয়াস বলেছেন, আলভারো সুস্থ আছে। তবে সত্যিই খুনের হুমকি পেয়েছে ও। আমরা গঞ্জালেজের পাশে আছি। এটা ঘটনা বর্ণবিদ্বেষমূলক কোনও মন্তব্য ও করেনি। নেইমার আগেও এরকম মিথ্যে অভিযোগ তুলেছে। তার জন্য ওকে ভুগতেও হয়েছে। তবে পিএসজি কিন্তু নেইমারের পাশেই রয়েছে। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়