শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৪ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুভেন্টাস বিদায় দিলো গনসালো হিগুয়াইনকে

স্পোর্টস ডেস্ক : বিদায় নেয়ার কথা অনেক আগে থেকেই শোনা গিয়েছিলো। যে কারণে এক প্রকার তৈরি ছিলো গনসালো হিগুয়াইনের জুভেন্টাস ছাড়ার মঞ্চ। এবার আসলো চূড়ান্ত ঘোষণা। পারস্পরিক সমঝোতায় আর্জেন্টাইন এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তির ইতি টেনেছে তুরিনের ক্লাবটি।
ক্লাবের ওয়েবসাইটে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস কর্তৃপক্ষ। ৩২ বছর বয়সী এই খেলোয়াড়ের ভবিষ্যৎ ঠিকানা প্রসঙ্গে অবশ্য কিছু জানানো হয়নি।

২০১৬ সালের জুলাইয়ে নাপোলি থেকে ৯ কোটি ইউরো ট্রান্সফার ফিতে জুভেন্টাসে যোগ দেওয়া হিগুয়াইন দলগতভাবে তিনটি সফল মৌসুম কাটান। তবে, ব্যক্তিগতভাবে গত দুই মৌসুমে তার পারফরম্যান্স ভালো ছিল না। ২০১৮-১৯ মৌসুম ধারে এসি মিলানে খেলার পর গত জানুয়ারিতে ধারে ২০১৯-২০ মৌসুমের বাকি সময়ের জন্য চেলসিতে যোগ দেন তিনি।

অগাস্টে জুভেন্টাসের দায়িত্ব নিয়েই কোচ আন্দ্রেয়া পিরলো জানিয়ে দেন, তার ভবিষ্যৎ পরিকল্পনায় নেই হিগুয়াইন। তখন থেকেই এই ফুটবলারের পরবর্তী ঠিকানা নিয়ে জল্পনা চলছিল।

সেরি আ চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি ছিল হিগুয়াইনের। বিদায় বেলায় মাঠে তার দারুণ কিছু মুহূর্তের ভিডিও দিয়ে এক টুইট বার্তায় শুভকামনা জানিয়েছে ক্লাবটি।

দলটির হয়ে তিনটি সেরি আ জেতা হিগুয়াইন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে গণমাধ্যমের খবর। ফুটবল ইতালিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এমএলএস-এর দল ইন্টার মায়ামিতে যোগ দেবেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। - গোল ডটকম/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়