শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৯ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন পেয়ে রাগ করে বাড়ি থেকে পালানো কিশোরীকে চলন্ত বাস থেকে উদ্ধার করলো পুলিশ

সুজন কৈরী : [২] পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ এক কলারের ফোন পেয়ে বাড়িতে রাগ করে জয়পুরহাট থেকে পালিয়ে যাওয়া কিশোরীকে বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব প্রান্তে চলন্ত বাস থেকে উদ্ধার করেছে টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্ব থানা পুলিশ।

[৩] বৃহস্পতিবার ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বুধবার বেলা সাড়ে তিনটায় ৯৯৯ এ জয়পুরহাট সদরের মুসলিম নগর থেকে একজন ফোন করে জানান, তার ১৫ বছর বয়সী ও দশম শ্রেণীতে পড়ুয়া কিশোরী ভাগ্নী বাবা মায়ের ওপর রাগ করে বাড়ি থেকে চলে গেছে। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। শেষে এক পরিচিত অটো চালকের মাধ্যমে তারা জানতে পারেন, তার ভাগ্নী ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি বাসে উঠেছে এবং বাসটি প্রায় তিন ঘন্টা আগে জয়পুরহাট থেকে ছেড়ে গেছে। কলার ৯৯৯ কে তার অবুঝ কিশোরী ভাগ্নিকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

[৪] ৯৯৯ এর পরামর্শে কলার শ্যামলী পরিবহণের বাসটির চালক সহকারীর ফোন নাম্বার সংগ্রহ করে ৯৯৯ কে জানায়। ৯৯৯ চালক সহকারীকে ফোন করে বাসটির অবস্থান জানতে পারে বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব প্রান্তের কাছাকাছি এবং বাসে কিশোরীর অবস্থানের বিষয়ে নিশ্চিত হয়। ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্ব থানার পুলিশকে জানিয়ে শ্যামলী পরিবহণের বাসটি থেকে কিশোরীকে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়।

[৫] খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রæত সেতুর পূর্ব প্রান্তে রওনা দেয়। পরে থানার ডিউটি অফিসার এএসআই ইমতিয়াজ ৯৯৯ কে ফোনে জানান, তারা শ্যামলী পরিবহণের বাসটি থেকে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে তার বাড়ীতে খবর দেয়া হয়। পরে কিশোরীর মা থানায় যান। এরপর কিশোরীকে তার কাছে হস্তান্তর করা হয়।

[৬] ৯৯৯ থেকে কিশোরীর মাকে ফোন করা হলে তিনি তার মেয়েকে ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং ৯৯৯ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়