শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১টি অভিযানে ২৭০ কোটি টাকার এফডিআর ও নগদ টাকা উদ্ধার: র‍্যাব

সুজন কৈরী: র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেছেন, ক্যাসিনোবিরোধী অভিযান বন্ধ হয়নি। তা এখনও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকেলে র‍্যাব সদর দপ্তরে ক্যাসিনোবিরোধী অভিযানের এক বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আশিক বিল্লাহ বলেন, শুক্রবার ক্যাসিনোবিরোধী অভিযানের এক বছর পূর্ণ হবে। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়। ক্যাসিনোবিরোধী অভিযান একটি বিশেষ অভিযান ছিল। ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর স্থিমিত বা ধীরগতি হয়েছে অনেকে এমনটি মনে করতে পারেন। কিন্তু আমাদের ক্যাসিনোবিরোধী বা ফৌজদারি অপরাধের অপারেশন অব্যাহৃত আছে। র‌্যাব অনলাইন ক্যাসিনো বিরোধী অভিযান সম্প্রতি সময়েও পরিচালিত করেছে। অর্থাৎ গতবছর থেকে যে ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হয়েছিল তা এখনো অব্যাহত আছে।

তিনি বলেন, গত বছর দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র‍্যাব। মোট ১১টি অভিযান চালায় র‌্যাব। এরমধ্যে রাজধানীতে ৮টি এবং চট্টগ্রামে ৩টি। এসব অভিযানে আটক করা হয় ২০১ জনকে। এদের বেশির ভাগ মোবাইল কোর্টের মাধ্যমে সাজ দেয়া হয়। তাছাড়া অবৈধ অস্ত্র, মাদক ছাড়াও প্রায় ২৭২ কোটি টাকার এফডিআর এবং নগদ টাকা উদ্ধার হয়। পরবর্তীতে আইননানুগ ব্যবস্থার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। অভিযানে ৩২টি নিয়মিত মামলা করেছে র‌্যাব। আদালত ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে ১৪টি মামলা তদন্তের অনুমতি পায় র‌্যাব। এরমধ্যে ১৩টি মামলারই চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। বাকি একটি মামলার কার্যক্রম আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।

র‌্যাব কর্মকর্তা আশিক বিল্লাহ বলেন, ক্যাসিনোবিরোধী অভিযানের একটি উল্লেখযোগ্য দিক হলো, ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত মামলা করা হয়।

ক্যাসিনোর মূলহোতা এবং প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে কী ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে এমন প্রশ্নে র‌্যাব মুখপাত্র বলেন, মূলহোতা বা প্রশ্রয়দাতাদের ব্যাপারে গণমাধ্যমে অনেক তথ্য এসেছে। পরিস্কার করে বলতে চাই, ফৌজদারি অপরাধভিত্তিক যে অপরাধ ক্যাসিনো অভিযানে হয়েছে, র‌্যাব তা তদন্ত করে চার্জশিট দিয়েছে। বিচারিক কার্যক্রম শুরুর পর আদালতের নির্দেশক্রমে প্রশ্রয়দাতাদের বিষয়ে কোনো আদেশ থাকলে র‌্যাব ব্যবস্থা গ্রহণ করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশিক বিল্লাহ বলেন, মূলত বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক ক্যাসিনোর অভিযান র‍্যাবই প্রথম করেছে। এতে মূল আসামি সেলিম প্রধান বর্তমানে কারাগারে আছেন। বর্তমান সময়ে ছোটখাটো অনলাইনভিত্তিক যেসব অভিযোগ আমরা পাচ্ছি, তা বড়ধরণের সংগঠিত নই। আমরা দেখছি বিভিন্ন বিদেশি ডোমেইন থেকে এসব অনলাইন ক্যাসিনো পরিচালিত হচ্ছে। এরকম বেশকিছু বিষয় আমাদের নজরে এসেছে। এবিষয়ে র‌্যাব কাজ করছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর প্রথম দিন ফকিরাপুলের ইয়াংমেনস ক্লাবে অভিযান চালানো হয়। ওই দিন সন্ধ্যায় গুলশানের বাসা থেকে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্ত এলাকা থেকে র‍্যাব গ্রেপ্তার করে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। পরদিন কলাবাগান ক্লাব থেকে গ্রেপ্তার হন কৃষকলীগের নেতা শফিকুল আলম ফিরোজ। দুদিন পর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত ঠিকাদার জি এম শামীমকে। এছাড়া র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হন মোহামেডান ক্লাবের পরিচালক মো. লোকমান হোসেন ভূঁইয়া, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো পরিচালনাকারী এনামুল হক আরমান, ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান, মোহাম্মদপুরের ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব ও ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা ময়নুল হক মনজু। ক্যাসিনো অভিযান শুরুর পর অনেকেই গা ঢাকা দিয়ে বিদেশে আত্মগোপনে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়