শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৪ বছরের কিশোরীর বয়স ২৬ দেখিয়ে সৌদি পাঠানোর অভিযোগে এজেন্সি মালিক গ্রেপ্তার

সুজন কৈরী : [২] শিক্ষাসনদে বয়স ১৪ বছর হলেও ২৬ বছর বয়স দেখিয়ে পাসপোর্ট করে গৃহকর্মী হিসেবে উম্মে কুলসুম নামের একজন কিশোরীকে সৌদি আরব পাঠানো হয়। সেখানে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যায় ওই কিশোরী। তাকে সৌদি পাঠানোর অভিযোগে রিক্রুটিং এজেন্সি এইচ এম ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মকবুল হোসাইন ও সহযোগী তারেককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

[৩] বৃহস্পতিবার রাজধানীর ফকিরাপুলে ওই রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে ওই রিক্রুটিং এজেন্সিও সিলগালা করা হয়েছে।

[৪] অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, গত ১১ সেপ্টেম্বর উম্মে কুলসুমের মরদেহ সৌদি আরব থেকে দেশে আসে। তিনি ২০১৯ সালের এপ্রিলে এম এইচ ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি আরব যান। সেখানে কাজের জন্য যাওয়া ন্যূনতম বয়স ২৫ হলেও কুলসুমের বয়স ছিল ১৫ বছরের নিচে। কিন্তু স্থানীয় দালাল ও রিক্রুটিং এজেন্সির মালিকের প্ররোচনায় তার বয়স ২৬ বছর দেখিয়ে কুলসুমের পাসপোর্ট তৈরি করা হয়।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যোগদানের পর থেকেই কুলসুমের ওপর শারীরিক ও যৌন নির্যাতন শুরু করে মালিকপক্ষ। নির্যাতনের কারণে কুলসুমকে ফিরিয়ে আনার জন্য রিক্রুটিং এজেন্সির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার পরও রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে কোনো সাড়া পায়নি পরিবার। এর মধ্যে চার মাস আগে সৌদি আরবে গৃহকর্তা ও তার ছেলে মিলে কুলসুমের দুই হাঁটু, কোমর ও পা ভেঙে দেয়। এর কিছুদিন পর একটি চোখ নষ্ট করে রাস্তায় ফেলে দেয়। সেখান থেকে তাকে ৯ আগস্ট হাসপাতালে নেয়া হয়। গত ১৭ আগস্ট মারা যায় কুলসুম।

[৬] ফকিরাপুলের অফিসে অভিযান চলাকালে ১০ থেকে ১২ জন ভুক্তভোগীর অভিযোগ পান জানিয়ে পলাশ কুমার বসু বলেন, এম এইচ ট্রেড ইন্টারন্যাশনালের মালিকের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা রয়েছে। মামলাটি সিআইডি তদন্ত করছে।

[৭] জানা গেছে, উম্মে কুলসুম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তার পরিবারের অভিযোগ, ১৭ মাস আগে সৌদি আরবে যাওয়ার পর থেকেই কুলসুমের ওপর ‘অমানুষিক নির্যাতন’ চলে। স্থানীয় দালাল রাজ্জাক মিয়ার মাধ্যমে ৩০ হাজার টাকা খরচ করে মেসার্স এম এইচ ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে কুলসুমকে গৃহকর্মীর কাজে সৌদি আরবে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়