শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে ভিজিডির ২৮ বস্তা চাল জব্দ

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে ভিজিডির ২৮ বস্তা চাল জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম। তিনি গোপন সংবাদের ভিত্তিতে (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের মকছেদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ভিজিডির ২৮ বস্তা চাল জব্দ করেন। জব্দকৃত চাল সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

[৩] এ বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মকছেদ আলীর পরিবার বলেছে, ওই চাল গুলো বর্ষণ গ্রামের আবু বকর সিদ্দিকের। সে আমাদের বাড়িতে চাল গুলো রেখেছিলো। আমরা জানতাম না এসব ভিজিডির চাল।

[৪] এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বর্ষণ গ্রামের মকছেদ আলীর বাড়ি তল্লাশি চালিয়ে সেখান থেকে ২৮ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে ২ জনের নামে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

[৫] নিরীহ কাউকে মামলায় হয়রানি করা হবে না। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি বলেন, ওই চাল গুলো কার তা আমার জানা নেই। স্থানীয়রা বলেছে, এসব চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ করার জন্য এলএসডি থেকে উত্তোলন করা হয়েছে। সে চাল একজনের বাড়িতে কিভাবে এলো? এমন প্রশ্ন উঠেছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়