শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাভালনিকে খুনের চেষ্টা হয় হোটেলেই, পানির বোতলে ছিল বিষ

রাশিদুল ইসলাম : [২] বিমানবন্দরে নয় বরং সাইবেরিয়ার তোমাস্ক শহরের যে হোটেলে রুশ বিরোধী নেতা অ্যালেক্স নাভালনি উঠেছিলেন সেখানেই তার শরীরে বিষপ্রয়োগের চেষ্টা করা হয়। নাভালনির ঘর থেকে একটি ফাঁকা মিনারেল ওয়াটারের বোতল পাওয়া গেছে যার মধ্যে বিষাক্ত রাসায়নিকের খোঁজ মিলেছে বলে দাবি। টাইমস অব ইন্ডিয়া

[৩] নাভালনির টিমের সদস্যরা বলছেন, আসলে চায়ে নয় বিষ ছিল পানির বোতলে। নাভালনির ঘর থেকে ‘হোলি স্প্রিং’ নামে একটি ফাঁকা মিনারেল ওয়াটারের বোতল পাওয়া গেছে যার ফরেন্সিক পরীক্ষা করিয়ে বিষের প্রমাণ মিলেছে।

[৪] বার্লিনের হাসপাতালে কোমা থেকে সেরে উঠছেন নাভালনি। স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন নাভালনি। বলেছেন, তার হাত-পা এখনও পুরোপুরি সচল হয়নি। খাবার খেতেও সমস্যা হচ্ছে। শরীরও ভীষণ দুর্বল। জার্মান চান্সেলন অ্যাঞ্জেলা মার্কেল আগেই বলেছিলেন, বার্লিন হাসপাতালের অনুরোধেই জার্মানির সেনা হাসপাতালে নাভালনির শরীর থেকে নেওয়া নমুনার পরীক্ষা চালানো হয়। তাতেই নোভিচক নামে একধরনের নার্ভ এজেন্টের খোঁজ মেলে। তাছাড়াও নাভালনির একাধিক শারীরিক পরীক্ষাতেও বিষপ্রয়োগের প্রমাণ পাওয়া গেছে।

[৫] ২০১৭ সালের দুষ্কৃতিকারীরা তার মুখে ক্ষতিকারক রাসায়নিক ছুড়ে মারে। গত বছর আগস্ট মাসে ‘বেআইনি প্রতিবাদ সমাবেশে’ নেতৃত্ব দেওয়ার অভিযোগে নাভালনি বন্দি হন। পুলিশ হেফাজতে তার হাতে র‌্যাশ বেরিয়েছিল। চিকিৎসকরা অবশ্য বলেছিলেন, তার অ্যালার্জি হয়েছে। কিন্তু নাভালনি দাবি করেছিলেন, তার শরীরে বিষক্রিয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়