শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচনে মনোয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা

নওগাঁ প্রতিনিধি: [২] নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পর্যায়ক্রমে জেলা নির্বাচন অফিসে দলীয় নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা। পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও স্বতন্ত্র থেকে মনোনয়ন সংগ্রহকারী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন (জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক) মনোনয়নপত্র জমা দেননি। তিনি মনোনয়নপত্র জমা দিবেন না বলেও সূত্রে জানা গেছে।

[৩] জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন হেলাল, বিএনপি মনোনিত প্রার্থী আত্রাই থানা বিএনপির সাবেক সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী রানীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী গোলাম কবির, স্বতন্ত্র থেকে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন (জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক) এবং স্বতন্ত্র থেকে প্রকৌশলী জাহিদুল (আত্রাই আ’লীগের সদস্য)।

[৪] আওয়ামী লীগের মনোনয়নপত্র জমাদেয়ার সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুল হক, রানীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা বেগম সহ আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মী।

[৫] অপরদিকে বিএনপির মনোনয়নপত্র জমাদেয়ার সময় উপস্থিত ছিলেন, বিএনপির মনোনিত প্রার্থী আত্রাই থানা বিএনপির সাবেক সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু, জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি মেয়র নজমুল হক সনি, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ রিপন সহ অন্যান্য নেতাকর্মী।

[৬] আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বলেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। বিজয়ী হওয়ার পর এলাকার উন্নয়নে মাদক, বাল্যবিবাহ বন্ধসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এলাকাবাসীর পাশে থাকবেন। এলাকার উন্নয়নে যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো বাস্তবায়ন করবেন।

[৭] বিএনপির মনোনিত প্রার্থী আত্রাই শেখ রেজাউল ইসলাম রেজু বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত নেই বলে মনে করছেন তিনি। আমি আশা করবো নির্বাচন কমিশন গণতান্ত্রিক দায়িত্ববোধ থেকে নির্বাচনের অবাধ ও সুষ্ঠু পরিবেশ তৈরী করে দিবে। নির্বাচন আসলে একটা ভীতিকর পরিবেশ তৈরী হয়। যা অতীতে কখনো ছিলনা। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

[৮] নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও চারজন জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। দুপুর ১২টা থেকে পর্যায়ক্রমে স্ব-স্ব প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ২০ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই এবং ২৭ সেপ্টেম্বর প্রত্যাহারের শেষ দিন।

[৯] প্রসঙ্গত, গত ২৭ জুলাই সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের এমপি ইসরাফিল আলম (৫৪)। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়