শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুক্রবার থেকে জার্মানিতে শুরু বুন্দেসলিগা, স্টেডিয়ামে দর্শক থাকবে ২০ শতাংশ

স্পোর্টস ডেস্ক : [২] কোভিড মহামারী কিছুটা কমে আসায় ইউরোপের বিভিন্ন দেশে ধীরে-ধীরে দর্শক ফিরছে ফুটবল স্টেডিয়ামগুলোতে। নতুন মওসুম দর্শক নিয়ে ফিরেছে স্প্যানিশ লা লিগা ও ফ্রেঞ্চ লিগ। অক্টোবর থেকে ইংলিশ প্রিমিয়র লিগে দর্শক ফেরানোর বিষয়টিও ভেবে দেখছে ব্রিটিশ প্রশাসন। এমতাবস্থায় জার্মান প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ বুন্দেসলিগা স্টেডিয়ামে দর্শক ফেরানোর বিষয়টি নিশ্চিত করলো।

[৩] ২০ শতাংশ দর্শক নিয়ে চলতি সপ্তাহের শেষে শুরু হতে চলেছে বুন্দেসলিগা। সুস্থ প্রতিযোগীতা আয়োজনের লক্ষ্যে লিগ শুরুর আগে গত ছয় সপ্তাহব্যাপী করোনা পরীক্ষার আয়োজন করেছিল বুন্দেসলিগা কর্তৃপক্ষ। এরপর মঙ্গলবার দর্শক নিয়েই ২০২০-২১ মরশুমে লিগ ফেরানোর কথা ঘোষণা করল তারা। তবে এর পিছনেও একটা সমীক্ষা কাজ করেছে। জানা গিয়েছে গত সাতদিনে জার্মানিতে করোনা আক্রান্তের হার প্রতি এক লক্ষে মাত্র ৩৫ জন। এমতাবস্থায় লিগের ১৮টি দলের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

[৪] অর্থাৎ, চলতি সপ্তাহান্তে শুরু হতে চলা বুন্দেসলিগায় নিজেদের হোমগ্রাউন্ডে বসে খেলা দেখতে পারবেন ১৫ হাজার বায়ার্ন মিউনিখ দর্শক। আগামী শুক্রবার শালকের বিরুদ্ধে হোম গ্রাউন্ড আলিয়াঞ্জ এরিনায় নতুন মরশুম শুরু করতে চলেছে বুন্দেসলিগা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ইউরোপ সেরা বায়ার্ন মিউনিখ। তবে স্টেডিয়ামে যে সকল দর্শকেরা উপস্থিত থাকবেন তাদের মাস্ক পরে প্রবেশ করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে ১.৫ দূরত্ববিধি মেনে স্টেডিয়ামে আসন সংগ্রহ করতে পারবেন তারা। - কলকাতা টোয়েন্টি ফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়