শিরোনাম
◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:২০ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের কারণে বিশ্বব্যাপী ক্লাব ফুটবলে ক্ষতি ১৪০০ কোটি ডলার

এল আর বাদল : [২] মহামারীর প্রভাব মোকাবেলায় বিশ্ব ফুটবলের শাসক সংস্থা ফিফা যে কমিটি গঠন করেছিলো তার প্রধান অল্লি রেনের উদ্বৃতি দিয়ে বুধবার এই তথ্য দিয়েছে রয়টার্স।

[৩] রেন জানান, আর্থিক পরামর্শদাতাদের সঙ্গে মিলে ফিফা হিসাব করে দেখেছে, বিশ্বব্যাপী ক্লাব ফুটবলে আয়ের পরিমাণ বছরে চার হাজার থেকে সাড়ে চার হাজার কোটি ডলার।

[৪] সেখানে এক হাজার ৪০০ কোটি ডলার ক্ষতির হিসাব করা হয়েছে বর্তমান চিত্রের ওপর ভিত্তি করে, যেখানে বছরের প্রথম দিকে তিন মাস বন্ধ থাকার পর অনেক নিয়মের ঘেরাটোপে ধীরে ধীরে মাঠে ফিরেছে ফুটবল। অন্যথায় ক্ষতির পরিমাণ আরও বড় হতে পারতো বলে ধারণা ছিল। অবশ্য মহামারী পরিস্থিতি কেটে না গেলে চিত্রটা ভিন্ন হবে বলেও আশঙ্কা রয়ে গেছে।

[৫] করোনাভাইরাস মাহামারী ফুটবলে প্রচণ্ড আঘাত হেনেছে। বিভিন্ন পর্যায়ের ফুটবলে এটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। কিছু পেশাদার ক্লাব গুরুতর সমস্যার মুখে পড়েছে। বিভিন্ন ক্লাবের যুব একাডেমি ও নিচের সারির ক্লাবগুলোর ব্যাপারেও আমি উদ্বিগ্ন।

[৬] সাবেক ইইউ কমিশনার এবং ব্যাংক অব ফিনল্যান্ডের বর্তমান গভর্নর রেন রয়টার্স টেলিভিশনকে বলেন, সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল। উদ্বেগ রয়েছে আফ্রিকা ও এশিয়াকে নিয়েও।

[৭] এশিয়া ও আফ্রিকাতে ফুটবলের উন্নয়নে যে কাজ করা হয়েছে, তা নষ্ট হতে পারে। ধাক্কাটা আমরা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি এবং যে উন্নয়ন হয়েছে তা বজায় রাখতে চাই। আঘাত কিছুটা পুষিয়ে নিতে আগেই ১৫০ কোটি ডলারের আর্থিক বরাদ্দের ঘোষণা দিয়েছে ফিফা।- রয়টার্স/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়