শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে বোমা নিয়ে ব্যাংক ম্যানেজারকে জিম্মি করার চেষ্টা, আটক-১

গাজীপুর প্রতিনিধি: [২] জেলার প্রাইম ব্যাংক লিমিটেড নামের একটি ব্যাংকে বোমা নিয়ে প্রবেশ করে ম্যানেজারকে জিম্মি করে টাকা লুট করার চেষ্টাকালে একজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে শাপলা ম্যানশনে অবস্থিত গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা শাখায় এ ঘটনা ঘটে।

[৩] আটককৃত আবু বকর (৩২) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বিশারীঘাটা এলাাকর মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার বোর্ডবাজার এলাকার বেলমন্ট গার্মেন্টসের চাকুরিচ্যুত শ্রমিক। সে ঐ এলাকার বটতলা নামক স্থানে ভাড়া বাসায় বসবাস করতেন।

[৪] গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো.আজাদ মিয়া বিকালে সাংবাদিকদের জানান, বেলা পৌনে একটার দিকে একজন লোক একটি কালো ব্যাগে করে বোমাটি বহন করে ব্যাংকের ম্যানেজারের কক্ষে প্রবেশ করে তাকে জিম্মি করার চেষ্টা করে। পরে ম্যানেজারকে সে বলে তার সঙ্গে বোমা রয়েছে। তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রথমে বোমা বহনকারীর কাছ থেকে ব্যগটি আলাদা করে ফেলে এবং বোমাবহনকারী ব্যক্তিকে আটক করে বাসন থানায় নিয়ে যাওয়া হয়। পরে ঢাকার কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর ১১ সদস্যের বোমা নিষ্ক্রিয়দলকে খবর দেয়া হয়ে তারা বিকালে ঘটনাস্থলে পৌছে সেই ব্যাগে যে বোমা সদৃশ্য তিনটি পাইপের মাধ্যমে তৈরি যে আইইডিটা ছিল এ বোমাটি বিকাল তিনটা ৫৪ মিনিটে একটি ও ৪টা ৫ মিনিটে অপরটি নিষ্ক্রিয় করেন।

[৫] তিনি আরো জানান, তিনটি পাইপের সমন্বয়ে একটি ইমপ্রোভাইস ইলেকট্রনিক ডিভাইস (আইইডি) তৈরী করা হয়েছে। এটিকে পাইপ বোমা বলা হয়ে থাকে। ব্যাংকে বোমা রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংক এবং ঐ মার্কেটের লোকজনদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়। পরে বোমটিকে নিষ্ক্রিয় করার পদক্ষেপ নেয়া হয়। এখনো আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর পুরো বিষয়টি জানা যাবে।

[৬] এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো.আজাদ মিয়া, উপ পুলিশ কমিশনার মো.শরিফুর রহমান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আবু লাইচ মো.ইলিয়াস জিকু, বাসন থানার ওসি মো. রফিকুল ইসলামসহ উর্ধতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

[৭] এদিকে ব্যাংকে বোমা উদ্ধারের খবর পেয়ে ব্যস্ততম চান্দনা চৌরাস্তার শত শত লোক ওই এলাকায় ভিড় করে। পুলিশ কিছু সময়ের জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও জনসাধারণ চলাচল বন্ধ করে দেন। বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পুরা এলাকাটি ঘিরে রাখে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়