শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত ৪ আসামি আটক

নুর উদ্দিন মুরাদ: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামি এবং নারী ও শিশু নির্যাতন মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আরো ৪ আসামিকে আটক করেছে পুলিশ।

[৩] বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩টায় আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

[৪] এর আগে, একই দিন সকাল ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়ন ও চরপার্বতী ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

[৫] আটককৃতরা হলো, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত চর পার্বতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌকিদার মফিজ উল্যার ছেলে মমিন উল্যাহ সোহাগ (৩৮), নারীও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামি চর পার্বতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুসুম কুমার মজুমদার’র ছেলে স্বপন মজুমদার (৩৫), হরি মহন’র ছেলে কুসুম কুমার মজুমদার (৪০), মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রংমালা এলাকার মৃত বেচারাম মজুমদার’র ছেলে প্রহল্লাদ মজুমদার (৫০)।

[৬] থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান’র নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান, (এএসআই) আজিম উদ্দিন , গণেশ্বর তং চঙ্গা, ফরিদ উদ্দিন অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

[৭] এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান মুঠো ফোনে বলেন- আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়