শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশের মতো মৌলভীবাজারেও কারাগারে নিরাপত্তা জোরদার, বেড়েছে কঠোর নজরদারী

স্বপন দেব:[২] মৌলভীবাজার কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান বুধবার এ প্রতিনিধিকে জানান, মৌলভীবাজার জেলা কারাগারে কোন জঙ্গি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য আটক নেই, নেই কোনো মৃত্যদণ্ড প্রাপ্ত আসামি। জেলার এর নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স গঠন করে সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন।

[৩] তিনি আরও বলেন, কোন বহিরাগত ও বাইরের কোন পরিবহনকে কারাগারের সীমানায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। জেল গেটের বাইরে ও ভেতরে সিসি ক্যামেরার মাধ্যমে সকল কর্মকাণ্ড নজরদারি করা হচ্ছে। সংবেদনশীল মামলার আসামিদের বিশেষ নজরদারি করা হচ্ছে। গেটে বুলেটপ্রুফ জ্যাকেটসহ সশস্ত্র কারারক্ষী দিয়ে দায়িত্ব পালন করা হচ্ছে। আর কারাবন্দীর নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েছি।

[৪] উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা দেশের সব কারাগারে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠান।

[৫] কারা মহাপরিদর্শকের ১৮টি নির্দেশনাযুক্ত ওই চিঠিতে কারাগারে হামলা প্রতিহত করতে স্ট্রাইকিং ফোর্স গঠনের নির্দেশ দেয়া হয়। এছাড়া সকল প্রকার বন্দীর ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি জঙ্গি-শীর্ষ সন্ত্রাসী, বিডিআর হত্যা মামলার আসামিসহ সংবেদনশীল সকল মামলার আসামিদের চলাচল ও গতিবিধি নজরদারি করতে বলা হয়। এ চিঠি পাওয়ার পর দেশের কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়