শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিস্তির টাকা দিতে না পাড়ায় গৃহবধূর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি: [২] পাবনার ফরিদপুরে কিস্তির টাকা দিতে না পারায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধূ উপজেলার সদর ইউনিয়নের হাঙরাগাড়ী গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুন (৩৫)। তার তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

[৩] মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে‘সিদিপ’ নামের একটি এনজিও কর্মীদের উপস্থিতিতে সে গলায় ফাঁস নেয়।

[৪] নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, স্থানীয় সিদীপ নামের একটি এনজিও থেকে হাফিজুল ৭০ হাজার টাকা ঋণ নেন। মহামারি করোনার কারণে দিনমজুর হাফিজুর অভাবে পড়ে যায় এবং তার পাঁচটি কিস্তি বাকি পড়ে। এদিকে আরিফ ও রায়হান নামের দুইজন সিদীপের মাঠকর্মী বাড়ির উপর এসে তার স্ত্রী সাবিনাকে কিস্তি পরিশোধের জন্য চাপ দেন। ঋণের কিস্তি দিতে না পাড়ায় অপমান বোধ থেকে ঘরের ভিতর গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

[৬] মঙ্গলবার সিদিপের ব্যবস্থাপক মাহমুদুল ইসলাম ও হাঙড়াগাড়ী কেন্দ্রের মাঠকর্মী আরিফুল ইসলাম কিস্তি সংগ্রহের জন্য সাবিনার বাড়িতে যান। সে সময় সাবিনার স্বামী হাফিজুল কিস্তির টাকা সংগ্রহের জন্য বাড়িতে থাকা গম ও মুরগি বিক্রির জন্য হাটে ছিলেন। কিস্তি দিতে দেরি হবে জানার পরে উপস্থিত এনজিও কর্মীর সঙ্গে সাবিনার একটু কথাকাটাকাটি হয়। এর কিছু সময় পরে সবার অলক্ষ্যে সাবিনা নিজ ঘরের আড়ার সঙ্গে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস নেন। এ সময় তিন বছর বয়সী শিশু সন্তান তার ঘরেই ছিল।

[৫] অভিযোগ অস্বীকার করে সিদীপের ম্যানেজার মাহমুদ ইসলাম জানান, কিস্তির জন্য সাবিনাকে কোনো প্রকার চাপ দেওয়া হয়নি বরং সে নিজেই টাকা নেয়ার জন্য আমাদের খবর দিয়েছিল।
ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার নাজমুল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়