শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: আমলারা এতো ক্রিয়েটিভ হলেন কীভাবে?

কামরুল হাসান মামুন: খিচুড়ি রান্না শিখতে এক হাজার কর্মকর্তাকে বিদেশ পাঠানোর প্রস্তাব। বিল্ডিং দেখতে বিদেশ যাবেন ৩০ কর্মকর্তা, খরচ ২ কোটি টাকা। এসব নিয়ে আর কতো পত্রিকায় রিপোর্ট হবে? এসব নিয়ে আর কতো স্ট্যাটাস দেবো? মানে লজ্জারও তো লজ্জার একটা সীমা আছে। আমলারা তো দেখি সেই সীমার ঊর্ধ্বে উঠে গেছেন। সবাইকে ফাঁকি দিতে পারলেও নিজেকেতো ফাঁকি দেওয়া যায় না। নিজেতো জানে এইগুলা কতো বড় অন্যায়! এরা তাদের স্ত্রী কন্যাদের মুখ দেখায় কীভাবে? আমার তো মনে হয় আমি যদি খারাপ হই আর সেটা যদি তারা জানে জীবনটা যে ষোলো আনাই মিছে হয়ে যায়।

প্রজেক্ট মানেই যেন বিদেশ ভ্রমণের একটি অংশ রাখতে হবে। প্রজেক্ট মানেই যেন কোটি টাকা দামের গাড়ি কেনার একটি অংশ রাখতেই হবে। এমনিতেই আমাদের শিক্ষায় বরাদ্দ দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। গরিব শিশু শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করার প্রকল্প। সেখান থেকেও এসব অপ্রয়োজনীয় খাতে টাকা খরচ করে অপচয় করতে হবে? আরে খিচুড়ি রান্না যদি শিখতেই হয় বিদেশে না গিয়ে আমার কাছে আসেন। বিনামূল্যে খিচুড়ি রান্না শিখিয়ে দেবো। আমার রান্না খিচুড়ি সুপার্ব হয়! এইটা আমার স্ত্রী-কন্যা সার্টিফাইড।

PS:  আমলারা এতো ক্রিয়েটিভ হলেন কীভাবে? আই মিন বিদেশ ভ্রমণের এতো এতো অজুহাত আর আইডিয়া পান কীভাবে? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়