শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কা সিরিজ না হলে করপোরেট লিগ আয়োজনের ভাবনায় বিসিবি

নিজস্ব প্রতিবেদক : [২] শ্রীলঙ্কা সিরিজের সম্ভাবনা শেষ। বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটের বন্ধ দুয়ার খুলতে করপোরেট ক্রিকেট লিগ আয়োজনের কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি #৩৯ হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।

[৩] এজন্য জাতীয় দলের পুলের ক্রিকেটারদের দুই-তিনটি দলে ভাগ করে, হাই পারফরম্যান্স দল ও অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে লিগ আয়োজনের সম্ভাব্যতার বিষয়টি তুলে ধরলেন দুর্জয়।

[৪] সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চত্বরে সংবাদ মাধ্যমকে তিনি একথা জানান।

[৫] দুর্জয় বলেন, ‘ঘরোয়া লিগ বলতে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ বা বিপিএল, বিসিএল এভাবে চিন্তা না করে এখন যেহেতু একটা বায়ো সিকিউরিটির ব্যাপার আছে সেহেতু আমাদের বোর্ডের একটা প্রস্তুতির ব্যাপার আছে।

[৬] বোর্ডের নিয়ন্ত্রণে আছে যেসব সেসব আয়োজন করতে পারি। জাতীয় দলের দুইটা তিনটা দল, হাই পারফরম্যান্স আছে, অনূর্ধ্ব-১৯ দল আছে সবাইকে নিয়ে আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার আছে তাদের একসাথে করে যদি কোনো খেলা আয়োজন করতে পারি।’

[৭] করোনা মহামারিতে দেশের বিপর্যন্ত অর্থনৈতিক পরিস্থিতে ক্লাবগুলোর পক্ষে ঢাকা প্রিমিয়ার লিগ চালানো কঠিন, উল্লেখ করে আপদকালীন সংকট নিরসনে করপোরেট লিগের ওপরেই সবিশেষ গুরুত্বারোপ করেন হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান।

[৮] ‘আপনারাও জানেন ক্লাবগুলোর জন্য এখন কঠিন, আমরা কোয়াবের পক্ষ থেকেও যোগাযোগ করেছি। সেক্ষেত্রে যদি করপোরেট হাউজগুলো এগিয়ে আসে তাহলে
সম্ভবত করপোরেট লিগ হতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়