শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজ্য প্রশাসন বন ব্যবস্থাপনা ঠিকভাবে না করাতেই দাবানলের সৃষ্টি: ট্রাম্প

লিহান লিমা: [২] বৈশ্বিক উষ্ণতার কারণে সৃষ্ট দাবানলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের লাখ লাখ হেক্টর জমি পুড়ে গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, বন ব্যবস্থাপনায় দায়িত্বশীলতার অভাবের কারণেই আগুন লেগেছে। ট্রাম্প এও দাবি করেন, তিনি মনে করেন না বিজ্ঞান এই বিষয়টির কারণ জানে। ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তাকে ‘জলবায়ুতে অগ্নিসংযোগকারী’ বলে মন্তব্য করেছেন। রয়টার্স

[৪] আগস্ট থেকে সৃষ্ট দাবানলে দেশটির ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটনের প্রায় পাঁচ লাখ হেক্টর জমির গাছপালা, ঘাস পুড়ে ছাই হয়ে গেছে। ৩৬ জন মারা গেছেন। হাজার হাজার মানুষের বাড়ি পুড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা।

[৫] ক্যালিফোর্নিয়া সফরে ট্রাম্প রাজ্য কর্তৃপক্ষ ও অগ্নিনির্বাপক কর্মীদের সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট উষ্ণায়ন সম্পর্কে বিজ্ঞানীদের মতামত খারিজ করে দিয়ে বলেছেন, অচিরেই পরিবেশ অনেক ঠান্ডা হয়ে যাবে। ট্রাম্পের মতে, রাজ্য প্রশাসন বন ব্যবস্থাপনা ঠিকভাবে না করায় আগুন লেগেছে। কারণ অন্যান্য দেশ তো এমন দাবানলের সম্মুখীন হচ্ছে না।

[৬] জো বাইডেন বেেলন, ট্রাম্প আরও চার বছর ধরে থাকলে জলবায়ু পরিবর্তন অগ্রাহ্য করবেন। শহরতলীগুলো পুড়বে। আমাদের আমাদের এমন প্রেসিডেন্ট চাই, যিনি বিজ্ঞান মেনে চলবেন, পরিবেশ রক্ষা করার জন্য কাজ করবেন।’

৭] ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম বলেন, বন ব্যবস্থাপনার বিষয়টি জড়িত থাকলেও তার চেয়ে বড় বিষয় হলো জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণতার কারণে গরম জায়গাগুলো আরও গরম হচ্ছে। শুকনো এলাকা আরও শুকনো হচ্ছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়