শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটিশ পার্লামেন্টে পাস হলো বিতর্কিত ব্রেক্সিট বিল

লিহান লিমা: [২] ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীদের প্রত্যক্ষ বিরোধিতার মধ্যেও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট চুক্তি ভঙ্গের বিতর্কিত আইন হাউস অব কমন্সের ৩৪০টি আসনের মধ্যে ২৬৩টি ভোটে পাশ করলো ব্রিটিশ সরকার। ৩০ জন টোরি ভোট দেয়া থেকে বিরত থাকেন ও দুই জন বিপক্ষে ভোট দেন। সমালোচকরা বলছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের ইন্টারনাল মার্কেট বিল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিবিসি।

[৩] এই বিলটির মাধ্যমে এখন ব্রিটিশ সরকার ইইউর সঙ্গে বিচ্ছেদ চুক্তির একটি অংশ কর্তন করে নিজেরাই উত্তর আয়ারল্যান্ড ও ব্রিটেনের সঙ্গে বাণিজ্য যোগাযোগ রক্ষা করতে পারবে।

[৪] ইউরোপ থেকে বিচ্ছেদের চুক্তির একটি অংশ প্রত্যাখ্যান করার সপক্ষে বরিস জনসনের অভিযোগ, ইউরোপিয় ইউনিয়ন উত্তর আয়ারল্যান্ডে ব্রিটেনের খাদ্য সরবরাহে বাধা দেয়ার চেষ্টা করছে। আইন পাশের বিতর্কে বরিস জনসন বলেন, ব্রাসেলস বাণিজ্য আলোচনার টেবিলে বন্দুক তাক করে রেখেছে। ইইউ ব্রিটেনকে নির্দিষ্ট নিয়মের মধ্যে বাধতে চাইছে এবং বিচ্ছেদ চুক্তির মাধ্যমে চরমভাবে হস্তক্ষেপ করতে চাইছে। দ্য গার্ডিয়ান।

[৫] তবে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী জন মেজর, জন ব্লেয়ার, গর্ডন ব্রাউন, ডেভিড ক্যামেরুন ও থেরেসা মে এই বিলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন। সাজিদ জাভিদ ও জিওফ্রো কক্সরাও বলেছেন, তারা বরিসের এই প্রস্তাবকে সমর্থন করছেন না। আল জাজিরা

[৬] ছায়া বাণিজ্য মন্ত্রী এড মিলব্যান্ড অভিযোগ করেন, প্রধানমন্ত্রী আইনী রাহাজানি করছেন।

[৭] গ্রিন পার্টির এমপি ক্যারোলিন লুকাস বলেন, আমি বিশ্বাস করতে পারছি না এটি দেখতে হচ্ছে। এটি ব্রেক্সিটের মতের সঙ্গে কোনোভাবেই যায় না। এটি আমাদের দেশের উদারপন্থী গণতন্ত্র ও আইনের শাসনের লঙ্ঘন।

[৮] স্কটিশ ন্যাশনাল পার্টি বলছে, এই বিল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, স্কটল্যান্ডের গণতন্ত্রের ওপর হামলা, এনএইচ ও জনসেবা খাতের জন্য হুমকি এবং জনগণের ইচ্ছের বিরুদ্ধে চরমপন্থী ব্রেক্সিটের বাস্তবায়ন।

[৯] ইইউ জনসনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, সেপ্টেম্বরের মধ্যে যদি এই বিলের প্রস্তাবনা বাতিল করা না হয় তবে তারা ব্রিটেনের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেবে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়