শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাইনবোর্ডের কর দেয়ায় মিষ্টি খাওয়ালেন মেয়র আতিকুল

সুজিৎ নন্দী : [২] সাইনবোর্ড এবং ব্যানারের জন্য নির্ধারিত কর দেয়ায় একটি ফার্মেসির কর্মীদের মিষ্টিমুখ করিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। পাশাপশি যারা কর না দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে রাখছেন তাদের সতর্ক করেন।

[৩] মঙ্গলবার ডিএনসিসি আওতাধীন গুলশান বনানী বারিধারা ও প্রগতি সরণি এলাকায় অবৈধ বিলবোর্ড সাইনবোর্ড ব্যানার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এসময় গুলশান দুই নম্বর এলাকায় উপস্থিত থেকে অভিযানের নেতৃত্ব দেন মেয়র আতিকুল ইসলাম।

[৪] এসময় গুলশান এলাকায় বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সাইনবোর্ড স্থাপনের জন্য প্রয়োজনীয় কর না দেয়ার চিত্র দেখা যায়। আমিন মোহাম্মদ গ্রুপ, বাটার মতো স্বনামধন্য প্রতিষ্ঠান কর না দিয়ে বিলবোর্ড, সাইনবোর্ড স্থাপনে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

[৫] একইসঙ্গে মদিনা ফার্মেসিতে কর্মরত কর্মীদের মিষ্টি খাওয়ান। মেয়র আতিকুল বলেন, যার যা খুশি ইচ্ছা তাই করছে। কিন্তু এটা করতে দেয়া যাবে না। বাটার মতো প্রতিষ্ঠান তারা কর না দিয়েই সাইনবোর্ড লাগিয়েছে। আর পাশেই দেখেন, মদিনা ফার্মেসি, তারা কর দিয়েছে। মদিনা ফার্মেসি কর দিতে পারলে অন্যরা দিতে পারবে না কেন?

[৬] আগামী আরও দুইদিন অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড অপসারণে অভিযান চলবে। অভিযানের আগেই সবাইকে নিয়ম মেনে কর দিয়ে সাইন বোর্ড প্রতিস্থাপনের আহ্বান তিনি জানান। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়