শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঞ্ছারামপুরে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে বন বিভাগের অফিস

তৌহিদুর রহমান নিটল: [২] প্রাকৃতিক সম্পদের মধ্যে গাছ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। সেই গাছ দেখা- শুনার জন্য প্রতিটি উপজেলায় একজন করে বন কর্মকর্তা রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বন বিভাগের অফিসটিতে দীর্ঘদিন যাবত দায়িত্বরত কর্মকর্তাসহ অফিস সহকারিরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। এই জরাজীর্ণ অফিসটি যেকোন সময় ধসে পড়ে দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা।

[৩] অফিস সূএে জানা যায়, একজন বন কর্মকর্তা এবং একজন সহকারি দ্ইুজন মিলে উপজেলার ১২৭ টি গ্রামের সরকারি সম্পদ গাছ দেখাশুনা করার দায়িত্ব পালন করেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘরের অবস্থা খুবই জরাজীর্ণ। যেকোন মূহুর্তে ঘরটি মাটিতে লুটিয়ে পরতে পারে।

[৪] স্থানীয়রা বলেন, ছোটবেলা থাইকা (থেকে) দেইখা আইতাছি ( দেখতাছি) ঘরটি লক্কর-ঝক্কর। অনেক অফিস উন্নত হইছে কিন্তু বন বিভাগের ঘরটি আর নতুন হইলো না। উপজেলায় এমন জরাজীর্ণ অফিস আর একটিও নাই।

[৫] এ ব্যাপারে বাঞ্ছারামপুর উপজেলার বন কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, আমি ঠিকমতন অফিসে বসে অফিসের কাজ করতে পারি না। কেননা সবসময় মনের ভিতর একটা ভয় থাকে কখন যেন ঘরটি আমার মাথার উপরে পরে। তবে আমি এ বিষয়ে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি।

[৬] এ ব্যাপারে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার বলেন, জাতীয় বন সম্পদের বিকাশে বন কর্মকর্তাদের অবদান সবচেয়ে বেশি। সেই তাদের অফিস কক্ষটি জরাজীর্ণ। আমি এখানে দায়িত্বরত বন বিভাগের কর্মকর্তার সাথে কথা বলে অফিস কক্ষটি নতুন সংঙ্কার করার জন্য চিঠি লিখব। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়