শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাট শ্রমিকদের বকেয়া পরিশোধ কার্যক্রম শুরু

শরীফ শাওন: [২] বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার জানান, রাজধানীর ডেমরায় করিম জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের মধ্য দিয়ে রাস্ট্রায়ত্ত¡ বন্ধ পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রম শুরু হয়েছে। এক মাসের মধ্যে পর্যায়ক্রমে বিভিন্ন মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে।

[৩] তিনি জানান, বন্ধ মিলগুলোতে অধিক সংখ্যক শ্রমিক, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় একসঙ্গে পাওনা পরিশোধ কার্যক্রম কষ্টসাধ্য হয়ে পড়বে। শ্রমিকদের মোট বকেয়ার ৫০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ সঞ্চয়পত্রে মাধ্যমে অর্থ পরিশোধ করা হচ্ছে।

[৪] মঙ্গলবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী করিম জুট মিলের অবসরপ্রাপ্ত ও অবসানকৃত ৩০ জন শ্রমিকের হাতে নগদ টাকা ও সঞ্চয়পত্র দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

[৫] অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ ঘোষিত ২৫টি মিলের অবসরপ্রাপ্ত ও অবসানকৃত শ্রমিকদের পাওনা নগদ ও সঞ্চয়পত্রে পরিশোধের কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় করিম জুট মিলের অবসানকৃত এক হাজার ৭৫৯ জন শ্রমিকের পাওনা ১৯২ কোটি টাকা, ৬১২ জন অবসরপ্রাপ্ত শ্রমিকের বকেয়া পাওনা ৩৪ কোটি ৩৭ লাখ টাকা, দুই হাজার ৬২৫ জন বদলি শ্রমিকের পাওনা ২৫ কোটি ১১ লাখ টাকাসহ মোট ২৫১ কোটি ৫৮ লাখ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

[৬] ২৪ হাজার ৬০৯ জন স্থায়ী কর্মরত শ্রমিকদের পাওনা বাবদ প্রায় চার হাজার কোটি টাকা এবং ২০১৩ সালের পরে অবসরপ্রাপ্ত ১০ হাজার ১০৭ জন শ্রমিকের গ্রাচ্যুইটি, পিএফ ও ছুটি নগদায়ন বাবদ পাওনা প্রায় এক হাজার কোটি টাকাসহ মোট প্রায় পাঁচ হাজার কোটি টাকা, চলতি অর্থবছরে এককালীন পরিশোধের সিদ্ধান্ত নেয় সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়