শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৩ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিগুণ সাশ্রয়ে টিসিবির পেঁয়াজ, ‘নিমিষেই হাওয়া’

শিমুল মাহমুদ: [২] হঠাৎ করে পেঁয়াজের মূল্য বৃদ্ধির মধ্যে স্বল্প আয়ের মানুষদের কম টাকায় সরবরাহের জন্য টিসিবি ট্রাকে করে এই পণ্য বিক্রি শুরু করলেও তাতে সবার চাহিদা পূরণ হচ্ছে না। নির্ধারিত স্থানে ট্রাকগুলো দাঁড়ানোর ঘণ্টাখানেকের মধ্যেই দৈনিক বরাদ্দের পেঁয়াজ ফুরিয়ে যাচ্ছে।
[৩] রাজধানীর কচুক্ষেত এলাকায় গিয়ে দেখা যায়, নির্ধারিত স্থানে টিসিবির ট্রাকের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ২০-৩০ জন ক্রেতা। পেঁয়াজের মজুদ শেষ হয়ে যাওয়ায় অনেকেই ফিরে যাচ্ছেন খালি হাতে।

[৪] লাইনে অপেক্ষমাণ ষাটোর্ধ্ব একজন ক্রেতা বলেন, আমি পেঁয়াজসহ সব ধরনের পণ্যই কিনতে চেয়েছিলাম। কিন্তু এসে দেখি আসল পেঁয়াজই নেই। এখন বাধ্য হয়ে কেবল চিনি, ডাল ও সয়াবিন তেল নিয়ে ফিরছি।

[৫] ট্রাক সেলের দায়িত্বে থাকা জামান ট্রেডার্সের একজন কর্মী জানান, এখন প্রতি ট্রাকে ৬০০ কেজি চিনি, ৫০০ কেজি ডাল, ৮০০ লিটার সয়াবিন তেল এবং ৩০০ কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে। সকাল ১১টায় ট্রাক আসার এক ঘণ্টার মধ্যেই পেঁয়াজ শেষ হয়ে গেছে। একজন ক্রেতা প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ সংগ্রহ করতে পারছেন।

[৬] টিসিবি জানায়, ট্রাকসেল থেকে একজন ক্রেতা ৩০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। এছাড়া চিনি ও মশুর ডাল ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি এবং সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা দরে দুই লিটার থেকে পাঁচ লিটার কিনতে পারবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়