শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে ধানক্ষেতে পোকা দমনে পার্চিং ও আলোক ফাঁদ সাড়া জাগাতে পারেনি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : [২] বগুড়ার আদমদীঘি উপজেলায় এবার ধানক্ষেতে পোকা দমনে আধুনিক পদ্ধতি পার্চিং ও আলোক ফাঁদ কার্যক্রম কৃষকদের মাঝে সাড়া জাগাতে পারেনি কৃষি বিভাগ। দুই এক স্থানে পার্চিং ও আলোক ফাঁদ ব্যবহারে ধানক্ষেতের পোকাদমন প্রদর্শনী করা হলেও কৃষকরা তাতে সাড়া না দিয়ে ধান ক্ষেতে কীটনাশক স্প্রে পদ্ধতি ব্যবহার করেই ধান ক্ষেতে পোকামাকড় দমন করছেন। পার্চিং ও আলোক ফাঁদ পদ্ধতিতে তেমন ফলাফল ও সাড়া না পাওয়ায় তারা ক্ষেতের পোকা দমনে আগের মতো কীটনাশক ব্যবহারে কৃষকরা বেশি আগ্রহি হচ্ছে।

[৩] জানা গেছে, আদমদীঘি উপজেলায় চলতি মৌসুমে ১১ হাজার ১১৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের মাঠ পর্যায়ের বিভিন্ন ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগন মাঝে মধ্যে কৃষকদের নিকট গিয়ে ধানক্ষেতে পাচিং ও আলোক ফাঁদ পদ্ধতিতে পোকামাকড় দমনের পরামর্শ ও প্রদর্শন করে। কিন্ত এই আধুনিক পদ্ধতি পার্চিং ও আলোক ফাঁদ কৃষকদের মাঝে তেমন সাড়া জাগাতে পারেননি। কৃষকরা আগের পদ্ধতি কীটনাশক স্প্রে ব্যবহারে ক্ষেতের পোকা দমনে আগ্রহি রয়েছেন।

[৪] উজ্জলতা গ্রামের কৃষক তবিবর রহমান, কাশিমালা গ্রামের মিজানুর রহমান মিজা, শালগ্রামের আব্দুল খারেক, তেতুঁলিয়া গ্রামের নাছিন মন্ডলসহ অনেক কৃষকরা জানান, ধানক্ষেতে পার্চিং ও আলোক ফাঁদ পদ্ধতি সম্পর্কে কৃষি অফিস কৃষকদের মাঝে তেমন আগ্রহ সৃষ্টি করতে না পারায় তারা গতানুগতিক পদ্ধতি ব্যবহার করে ধানক্ষেতের পোকামাকড় দমনে বেশি আগ্রহি।

[৫] উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, পার্চিং ও আলোক ফাঁদ পদ্ধতি সুবিধা জনক হলেও কৃষকদের মাঝে সচেতনা সৃষ্টি করতে কৃষি বিভাগ সার্বক্ষনিক কাজ করে আসছে। সম্পাদনা : ইয়াসিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়